আজ থেকেই শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, বড় লগ্নির আশায় পশ্চিমবঙ্গ

বুধবার থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসরে  মোট ১৪ টি দেশের প্রতিনিধিরা  যোগ দিতে চলেছেন।

বুধবার থেকে শুরু বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসরে  মোট ১৪ টি দেশের প্রতিনিধিরা  যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই সেজে উঠেছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার। আমেরিকা, ইতালি, নেদারল্যান্ড, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান কেনিয়ার মতো শিল্প প্রতিনিধিরা এখানে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, মমতার সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এদিন প্রথম সম্মেলন হতে চলেছে। শিল্প সম্মেলনে থাকতে পারেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি।

মঙ্গলবার নৈশভোজের মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে শিল্প সম্মেলনের আসর এবারের সম্মলনে সবচেয়ে বড় বিনিয়োগ আসতে পারে তাজপুর গভীর সমুদ্র বন্দরকে ঘিরে। সূত্রের খবর এখানে বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী। বিড়লা গোষ্ঠীর সিমেন্ট ও বস্ত্র কারখানা আছে। এবার গড়ে উঠতে পারে রঙের কারখানা। এছাড়া আজকের শিল্প সম্মেলনের মঞ্চ থেকে আরও কিছু ঘোষণা করতে পারে কুমারমঙ্গলম বিড়লা। এমনটাই আশা করছে শিল্প মহল। গাড়ি বা গাড়ির যন্ত্রাংশ তৈরিতেও বড় বিনিয়োগ আসতে পারে বলে মনে করছেন অনেকে।

Latest Videos

আরও পড়ুন, বেআইনি অর্থলগ্নির সংস্থার প্রতারণার পর্দা ফাঁস, নাসিক থেকে কলকাতা পুলিশের জালে ১৪

 

তবে এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী কি আসবেন, এনিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর দফতর থেকে এনিয়ে কিছুই জানানো হয়নি। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক আমন্ত্রন জানানো হয়নি বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। যদিও এর পাল্টা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দিনে মমতার সরকালকে তোপ দেগে দিলীপ ঘোষ বলেছেন, আজ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। আমার মনে হয় সিলিকন ভ্যালি একবার ঘুরে দেখা উচিত। দুই তিন বছর আগে হোর্ডিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এখন দুই একটি মুখ্যমন্ত্রীর হোর্ডিং রয়েছে। বছরের পর বছর বেঙ্গল সামিট হয়েছে, টাকার শ্রাদ্ধ ছাড়া আর কিছুই নয়। মানুষের ট্যাক্সের টাকা খরচ হয়েছে।'

আরও পড়ুন, এলআইসি আনল এক বাম্পার স্কিম, আর ৬০ নয় এবার ৪০ বছর বয়স থেকে মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত পেনশন

বুধবার হাজির থাকার কথা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার প্রতিনিধিদের। এদিন তাঁদের তরফ থেকেও ঘোষণা হতে পারে বিনিয়োগ। এদিনের মঞ্চে উপস্থিত থাকতে পারেন  আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা, হিন্দুস্থান ইউনিলিভারের এমডি সঞ্জীব মেহতা, জেএসডব্লু গোষ্ঠী সঞ্জয় জিন্দল, এসবিআই-র চেয়ারম্যান দিনেশ কুমার খাঁড়া,  মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শীর্ষকতা। এছাড়াও থাকছেন, আরবি মিত্তল, ওয়াই কে মোদী, নিরঞ্জন হিরানান্দানি, হর্ষবর্ধন নেওটিয়া, ওয়াই সি দেবেশ্বর, সঞ্জীব গোয়েঙ্কা, উমেশ চৌধুরি, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, রুদ্র চট্টোপাধ্যায়,  পুনীত ডালমিয়া।

আরও পড়ুন, যৌন সঙ্গমের পরেই কি খুন, বীরভূমের কীর্ণাহারে বিধবা মহিলার দেহ উদ্ধার

Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল