সল্টলেক কঙ্কালকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, কীভাবে খুন, ঘটনার পুনর্নির্মাণ করল বিধানগর পুলিশ

Published : Dec 15, 2020, 07:37 PM ISTUpdated : Dec 15, 2020, 07:40 PM IST
সল্টলেক কঙ্কালকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, কীভাবে খুন, ঘটনার পুনর্নির্মাণ করল বিধানগর পুলিশ

সংক্ষিপ্ত

ক্রমশই ঘণীভূত হচ্ছে সল্টলেক কঙ্কাল কাণ্ড বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় কঙ্কাল কীভাবে খুন, ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ ঘটনায় গ্রেফতার গৃহকর্তার স্ত্রী ও ছোট ছেলে

শুভজিৎ পুততুণ্ড, বারাসত-ক্রমশই জটিল হচ্ছে সল্টেলেক কঙ্কাল উদ্ধারের ঘটনা। বড় ছেলেকে খুনের অভিযোগে ধৃত মা গীতা মহেনসরিয়া ও ছেলে বিদুরকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। গত ১০ ডিসেম্বর বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় গৃহকর্তা অনীল মাহেনসরিয়ার বড় ছেলে অর্জুনের।

 

আরও পড়ুন-ফের 'বেসুরো' আরও এক প্রবীণ তৃণমূল নেতা, শুভেন্দুর প্রতি অবিচার নিয়ে দলের প্রতি ক্ষোভ প্রকাশ

বাড়ির বড় ছেলে অর্জুন নিখোঁজ হয়েছে বলে বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন গৃহকর্তা অনীল মহেনসরিয়া। সেই ঘটনার তদন্তে নেমে সল্টলেকে ওই ব্যক্তির বাড়িতে যায় পুলিশ। সেখানে গিয়ে বাড়ির ছাদ থেকে অর্জুনের কঙ্কাল উদ্ধার করে তদন্তকারীরা। ঘটনার তদন্তে অর্জুনের মা গীতা মহেনসরিয়া ও ছোট ছেলেকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁদের জেরায় অসঙ্গতী মেলায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-'ধান না কিনলে কান ধরে ওঠবস', স্মারকলিপি দিতে গিয়ে বিডিওকে হুঁশিয়ারি বিজেপি নেতার

অভিযুক্তদের গ্রেফতারের পর যৌথভাবে তদন্ত শুরু করে বিধাননগর থানা ও গোয়েন্দা বিভাগ। প্রাথমিক তদন্ত গোয়েন্দাদের অনুমান, খুনের পর দেহ পোড়ানোর চেষ্টা করা হয়েছিল। গতকাল গিয়ে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পুলিশ। আজ ওই ঘটনায় দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ।     
 

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত! কুয়াশার চাদরে ঢাকবে কোন কোন জেলা? জেনে নি কী বলছে হাওয়া অফিস
মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের