কোথাও ছাপ্পা তো কোথাও এলাকার বাসিন্দাদের মারধর, বেলা বাড়তেই ব্যাপক উত্তেজনা বিধাননগরে

বেলা ১১.২০টা নাগাদ বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাথরুমে ‘ভুয়ো’ ভোটার পাকড়াওয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে বাথরুম থেকে ফলস ভোটার ধরেন বিজেপি প্রার্থী দেবাশীষ জানা।

রাজ্যের বাকি তিন পুরসভার সঙ্গেই বিধাননগরেও শনিবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এদিকে মোট চার পুরনিগমের মধ্যে ভোট গ্রহণকে কেন্দ্র করে সবথেকে বেশি উত্তেজনা দেখা গিয়েছে বিধাননগরে। তবে পিছিয়ে নেই শিলিগুড়িও। এদিকে এদিন সকাল থেকেই একাধিক বার ভুয়ো ভোটারের খবর সামনে আসে বিধাননগর থেকে। এদিন বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডে ভোটার কার্ড ছাড়াই ঘোরাফেরা করতে দেখা যায় বছর কুড়ির এক যুবককে। নাম জিজ্ঞেস করলে সে জানায় তার ডাক নাম রণজিত দাস। ভালো নাম দেবাশীষ ঘোষ। যদিও তার সঙ্গে কোনও ভোটার কার্ড দেখা যায়নি। এরপরই সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে সেখান থেকে পালিয়ে যায় সে।

অন্যদিকে এদিন বেলা ১১.২০টা নাগাদ বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাথরুমে ‘ভুয়ো’ ভোটার পাকড়াওয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে বাথরুম থেকে ফলস ভোটার ধরেন বিজেপি প্রার্থী দেবাশীষ জানা। তিনি ভুয়ো ভোটারদের তাড়াও করেন বলে জানা যায়। তারপরই একজনে আটক করে পুলিশ। এই প্রসঙ্গে দেবাশীস জানা বলেন, “ওয়ার্ডের একাধিক জায়গায় ভুয়ো ভোটাররা দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশ সব দেখেও শুরুতে কোনও ব্যবস্থা নেয়নি। একটি বুথে মোট ভোটার ৭৩৮। সকাল ১০টার মধ্যেই সেখানে ৩৩৯টি ভোট পড়ে গিয়েছে। বিধাননগরের ইতিহাসে কোনওদিন এমনটা হয়নি।৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী উমাশঙ্কর ঘোষ দস্তিদার এএইচ কমিউনিটি সেন্টারে গিয়ে বেশ কিছু ভুয়ো ভোটারকে আটকান বলে দাবি করেছেন।গোটা ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।  

Latest Videos

আরও পড়ুন-বাবাকে হারিয়ে শোকে কাতর রবিনা, আবেগঘন পোস্টে চোখে জল আনা বার্তা দিলেন নায়িকা

আরও পড়ুন-অটল টানেলের মুকুটে নয়া পালক,ওয়ার্ল্ড বুক রেকর্ডসে বিশ্বের দীর্ঘতম সড়ক-সুড়ঙ্গের তকমা

অন্যদিকে এদিনই আবার বেলা ১১.৪২টা নাগাদ বিধাননগর পৌরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ বাহিনী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। কংগ্রেস প্রার্থীর অভিযোগ সকাল থেকে অনবরত চলছে ছাপ্পা ভোট। প্রশাসনকে বলেও কোনও লাভ হয়নি।  উত্তেজনা ছড়ায় ৩০ নম্বর ওয়ার্ডেও। দুপুর ১২.১০টা নাগাদ এলাকার মানুষদের মারধরের অভিযোগ ওঠে সিপিআইএমের বিরুদ্ধেঅভিযোগ করেন তৃণমূল প্রার্থী অনিতা মণ্ডল। সিপিআইএমের দাবি বহিরাগত আটকাতে গিয়ে তৃণমূল কর্মীরা সিপিআইএম কর্মীদের উপর হামলা করে। অন্যদিকে এদিন সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হারের চার পুরনিগমের মধ্যে সবথেকে বেশি এগিয়ে আসানসোল ও বিধাননগর। শিলিগুড়িতে ভোট পড়েছে ২৮%। আসানসোলে ভোট পড়েছে ৩০%। চন্দননগরে ভোট পড়েছে ২৬%। বিধাননগর ৩০%।

 

আরও পড়ুন-পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থীর স্টিকার, জিতেন্দ্রকে নিয়ে জোর বিতর্ক, অভিযোগের পাহাড় আসানসোলে

আরও পড়ুন-আসানসোলে পুরভোটের মাঝেই আটক ২ বিজেপি প্রার্থী, 'বহিরাগত' রাখার অভিযোগ তুলে বিক্ষোভ

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury