গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন। সোমবার তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।
গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন। সোমবার তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। এদিন তৃণমূল ভবনে ব্রাত্য বসু তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। চব্বিশের আগে আরও শক্তি পুঞ্জিভূত করল তৃণমূল।
তৃণমূলে যোগদান করেই তন্ময় ঘোষ বলেছেন, বর্তমানে সারা দেশ বিজেপি প্রতিহিংসামূলক রাজনীতি করছে। সর্বত্র কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে সকলকে ভয় দেখাচ্ছে।বাঙালিদের অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। বাংলার ঐতিহ্যকেও নষ্ট করার চেষ্টা চলছে।'সম্প্রতি বাঁকুড়ার রাজনীতির পট পরিবর্তন হয়েছে। পুরসভায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিও বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সূত্রের খবর, কিছুদিন ধরেই তন্ময় ঘোষের সঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শুভাশিস বটব্যালের যোগাযোগ বাড়ছিল। তারপরেই আচমকা এই দল বদল।
আরও পড়ুন, 'জগদ্ধাত্রী পুজো পর্যন্ত উপনির্বাচন নয়', শাসকদলের চাপ বাড়িয়ে টুইট তথাগতর
এদিন তন্ময় ঘোষ আরও বলেছেন, ভারতের সবচেয়ে জনপ্রিয় মুখ, লড়াকু নেত্রী যেভাবে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে সকলে সামিল হন। মমতা বন্দ্য়োপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলে যোগ দিন। মমতার বন্দ্য়োপাধ্যায়ের একাধিক জনমুখি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প এলাকা মানুষের কাছে দিতে তৃণমূল এলাকা। আগামীদিনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দেখানো পথেই বিষ্ণুপুরের উন্নয়ন করব।'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস