বাংলায় বিজেপি কর্মী খুন ও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদ, থানায় বিক্ষোভ কর্মসূচি বিজেপির

  • বিজেপি কর্মী খুনের অভিযোগে প্রতিবাদ বিজেপির
  • তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ
  • ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
  • রাজ্যের প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি বিজেপির

বিজেপি কর্মীদের হত্যা এবং তাদের উপর অত্যাচারের প্রতিবাদে রাজ্যের প্রতিটি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলো বিজেপি। বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় অত্যাচার করছে বিজেপি কর্মীদের উপর, কেবল তাই নয় হত্যা করা হচ্ছে বিজেপি কর্মীদের। গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। একইসঙ্গে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তাদের বক্তব্য, পুলিশ তৃণমূল কংগ্রেসের দল দাসে পরিণত হয়েছে সে কারণেই রাজ্য জুড়ে বিভিন্ন থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন তারা। বিধান নগরে উত্তর বিধান নগর থানার সামনে এই অবস্থানে বসেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন, "গোটা দেশে কোথাও পশ্চিমবঙ্গের মত ঘটনা ঘটছে না। এখানে আইনের শাসন নেই। গত একমাসে ১৯ জন বিজেপি কর্মীকে খুন হতে হয়েছে। প্রত্যক্ষভাবে পুলিশের মদত রয়েছে এর পিছনে। "

আরও পড়ুন-স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার দাবি সাধারণ যাত্রীদের, সোমবার দিনভর বিক্ষোভ-অবরোধ অব্যাহত

Latest Videos


বিধান নগর উত্তর থানার পাশাপাশি শহর কলকাতার প্রতিটি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি নেতারা। সবক্ষেত্রেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তারা। 

আরও পড়ুন-কবে থেকে চাকা গড়াবে লোকাল ট্রেন, ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, আজ রেল-রাজ্য বৈঠকে সিদ্ধান্ত


অন্যদিকে, এদিন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের আগে নিজেদের মধ্যে আলোচনা সেরে ফেলতে বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব। হেস্টিংস এর দলীয় দপ্তরে বৈঠকে বসেন রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিব প্রকাশ, মুকুল রায়, অমিতাভ চক্রবর্তী, অনুপম হাজরা এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব। বৈঠকে আছেন বিভিন্ন জেলার বিজেপি নেতারা।

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh