আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। পরবর্তী ডিজি পদের জন্য ২১ জানুয়ারি ৮ জনের নাম পাঠানো হয়েছে। আর সেই তালিকায় নাম রয়েছে খোদ রাজীব কুমারের।

আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। পরবর্তী ডিজি পদের জন্য ২১ জানুয়ারি ৮ জনের নাম পাঠানো হয়েছে। আর সেই তালিকায় নাম রয়েছে খোদ রাজীব কুমারের। এখনও পর্যন্ত কোনও এক্সটেনশন পাননি তিনি অর্থাৎ তাঁর মেয়াদ বাড়ানো হয়নি। তা সত্ত্বেও তালিকায় নাম রাখা হয়েছে। আর তা থেকেই নবান্নে জল্পনা শুরু হয়েছে, রাজীবকেই কি আবার ডিজি পদে রাখতে চাইছে রাজ্য সরকার?

রাজ্য পুলিশের পরবর্তী ডিজি পদের জন্য যে আট জনের নাম প্রস্তাব করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই তালিকায় রয়েছেন আইপিএস রাজেশ কুমারের নামও। তিনি রাজীবের নিয়োগ নিয়ে মামলা করেছিলেন। পাশাপাশি নাম রয়েছে ছয় সিনিয়র আইপিএস রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু এবং সিদ্ধিনাথ গুপ্তের।

পুলিশের ডিজি পদে নিয়োগের জন্য সিনিয়র আইপিএস অফিসারদের নামের তালিকা রাজ্য সরকারকে পাঠাতে হয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে। সেখান থেকে তিন জনের নাম আসে রাজ্যের কাছে। তাঁদের মধ্যে এক জনকে পরবর্তী ডিজি হিসাবে বেছে নিতে হয় রাজ্য সরকারকে। রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে অবসর নেন। এরপর ভারপ্রাপ্তডিজি পদে রাজীব কুমারকে নিয়োগ করা হয়। দু বছর ধরে ওই পদে রয়েছেন তিনি। সম্প্রতি স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকারের পাঠানো পুলিশকর্তাদের নামের তালিকা (প‍্যানেল) কেন্দ্রের থেকে ফেরত চলে আসে। আগের স্থায়ী ডিজি অবসর নেওয়ার অন্তত তিন মাস আগে পাঠাতে হত ওই প্যানেল। আগের স্থায়ী ডিজি মনোজ মালবীয় অবসর নেন ২০২৩ সালে ডিসেম্বর মাসে। তার আগের সেপ্টেম্বর মাসকে এই বিধিতে প‍্যানেল পাঠানোর যোগ‍্য সময় বলে ধরা হয়। রাজ্য প্যানেল পাঠিয়েছিল সে বছরের ২৭ ডিসেম্বর। ফলে ইউপিএসসি, ২০২৩ র ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ‘ডেট অব ভ্যাকেন্সি’ মনে করছে।

সম্প্রতি, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাটের) প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দেয় যে পশ্চিমবঙ্গ সরকারকে আগামী ২৩ জানুয়ারির মধ্যে বা তার আগে ইমেল কিংবা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ইউপিএসসি-র কাছে ডিজিপি পদের জন্য তালিকাভুক্তির প্রস্তাব পুনরায় জমা দিতে হবে। ইউপিএসসি-কে ২৮ জানুয়ারি বা তার আগে ‘এমপ্যানেলমেন্ট কমিটি’-র একটি বৈঠক করতে হবে। প্যানেল প্রস্তুত করে তা ২৯ জানুয়ারি বা তার আগে রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে। ঘটনাক্রমে যত দ্রুত সম্ভব প্রাপ্ত প্যানেল থেকে ডিজি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এবার ডিজি পদের জন্য ৮ জনের নামের তালিকা পাঠাল নবান্ন। প্রশাসনিক মহলের একাংশ মনে করছে ইউপিএসসি এই তালিকাও গ্রহণ নাও করতে পারে। উল্লেখ্য, ডিজি বা এই স্তরের কোনও আধিকারিকের মেয়াদ বাড়াতে হলে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন লাগে। রাজীব কুমারের ক্ষেত্রে তা হয়নি।