' হাতির পিঠ থেকে দু-তিনটে পিঁপড়ে নামলে যায় আসে না', মুকুল ইস্যুতে বিস্ফোরক সায়ন্তন

 

  •  মুকুলের ছেড়ে যাওয়াতে দলের কোনও ক্ষতি হবে না  
  • মধু না মেলায় আবার পুরোনো দলেই ফিরে গেছেন  
  • রাজীব বন্দোপাধ্যায় বিজেপি দলের কোনও পদে নেই '
  • নাম না করে 'পিঁপড়ে' বলে চূড়ান্ত কটাক্ষ করলেন  সায়ন্তন 
     

' হাতির পিঠ থেকে দু-তিনটে পিঁপড়ে নেমে গেলে কোনও যায় আসে না' শুক্রবার উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এক দলীয় কর্মসূচীতে যোগ দিতে এসে মুকুল রায়ের বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান সম্পর্কে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। 

আরও পড়ুন, 'TMC সেটিং মাস্টার', কৈলাস বিরোধী পোস্টারে একাকার কলকাতা 

Latest Videos

  এদিন  বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন যে, ' হাতির পিঠ থেকে দু-তিনটে পিঁপড়ে নেমে গেলে কোনও যায় আসেনা। বিজেপি হাতির মতো বিশালাকার দল। মুকুল রায় বিজেপি ছেড়ে যাওয়াতে দলের কোনও ক্ষতি হবে না । বিজেপি দলের কোনও বিধায়ক সাংসদ বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দেবেনা। যাঁরা ওই দল থেকে বিজেপিতে এসে মধু সংগ্রহ করতে এসেছিল, মধু না মেলায় আবার পুরোনো দলেই ফিরে গেছেন। এতে বিজেপির মতো মহীরুহ এক দলের কোনও ক্ষতিই হবেনা। বিজেপি নেতা রাজীব বন্দোপাধ্যায় বেসুরো গাইছেন বলে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর সাফ জবাব রাজীব বন্দোপাধ্যায় বিজেপি দলের কোনও পদে নেই।'

আরও পড়ুন, কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, 'ইচ্ছাই নেই কাজের', জমা জল নিয়ে বিস্ফোরক দিলীপ 

মূলত বিধানসভা নির্বাচনের পর প্রথমবার উত্তর দিনাজপুর জেলায় দলীয় নেতৃত্বদের সাথে বৈঠক করতে এবং চোপড়ায় তৃনমূল কংগ্রেসের হিংসা আর সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করতেই বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর এই জেলা সফর বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। এছাড়াও জেলায় দুজন বিধায়ক এবং পঞ্চায়েত প্রধানদের নিয়েও সাংগঠনিক আলোচনাও সারবেন সায়ন্তন বসু। অপরদিকে, দলে থেকেও খোঁচা থেকে বাদ পড়েনি কৈলাস বিজয়বর্গীয়। সম্প্রতি নিজের ছেলে শুভ্রাংশুকে নিয়ে মুকুল রায় গেরুয়া শিবির ছেড়ে ফের তৃণমূলে যোগ দিতেই শুরু হয় তাঁদেরকে নিয়ে নানা চাপানউতোর।  বিজেপির রাজ্য নেতা তথাগত রায় ইতিমধ্যেই টুইটে কটাক্ষ করেছেন। সেখানে লেখা, পিসি এই ভোদা বিড়ালটাকেও নিয়ে নাও। সারাদিন মুকুলের সঙ্গে ফিসফিস গুজগুজ করত।' 

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি