সংক্ষিপ্ত

  • বিজেপি অন্দরে এবার ঝড় তুলল কৈলাসের পোস্টার 
  • মুকুলের তৃণমূল যোগে একেই সরগরম রাজ্য-রাজনীতি 
  • এবার  কৈলাসের পোস্টারে আরও এক ধাপ উসকে গেল 
  • পোস্টারে লেখা, 'টি.এম.সি. সেটিং মাস্টার, গো ব্যাক' 

বিজেপি অন্দরে এবার ঝড় তুলল কৈলাসের পোস্টার। গেরুয়া শিবির ছেড়ে মুকুলের চলে যাওয়ার পর এমনিতেই সরগরম রাজ্য-রাজনীতি। তার উপর শহরের মোড়ে মোড়ে এহেন কৈলাসের পোস্টারে আরও এক ধাপ উসকে গেল মুকুল-কৈলাস সম্পর্ক।

আরও পড়ুন, ভোটের ২ মাস পরেও মেলেনি দেখা, 'নিখোঁজের বিজ্ঞপ্তি' দিয়ে নিদারুন খোঁচা BJP বিধায়ককে  

 

 


  কলকাতা বিমানবন্দর সংলগ্ন একাধিক জায়গায় দেখা যাচ্ছে একটি পোস্টার। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ছবি দেওয়া পোস্টার যেখানে উল্লেখ রয়েছে- 'টি.এম.সি. সেটিং মাস্টার, গো ব্যাক।'  কলকাতা বিমানবন্দর থেকে বেরোনোর মুখে একাধিক পোস্টার বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় নামে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে পাশাপাশি কি ইঙ্গিত করতে চাইছে তা নিয়ে শোরগোল রাজ্য বিজেপির অন্দরে। প্রসঙ্গত, মুকুল রায়ের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়-র সুসম্পর্কের ছবি বিজেপি শিবিরের কাছে অচেনা ন। তবে সম্প্রতি নিজের ছেলে শুভ্রাংশুকে নিয়ে গেরুয়া শিবির ছেড়ে ফের তৃণমূলে যোগ দিতেই শুরু হয় তাঁদেরকে নিয়ে নানা চাপানউতোর। এদিকে বিজেপির রাজ্য নেতা তথাগত রায় ইতিমধ্যেই টুইটে  কটাক্ষ করেছেন। সেখানে লেখা, পিসি এই ভোদা বিড়ালটাকেও নিয়ে নাও। সারাদিন মুকুলের সঙ্গে ফিসফিস গুজগুজ করত।' 


 

আরও পড়ুন, 'আমাকে পেটানোর হুমকি দিচ্ছে রত্না', কলকাতা পুলিশ কমিশনারের দ্বারস্থ বৈশাখী 


মুকুল-কৈলাসের ছবি পোস্ট করে এই টুইটটি করেছিলেন বিজেপি কর্মী দিবাকর দেবনাথ। সেটার রিটুইটি করেছেন তথাগত রায়। লিখেছেন দলে প্রতি বিশ্বস্ত এক বিজেপি কর্মীর টুইটকে ইংরেজিতে অনুবাদ করেছি। এতে কিছু যোগও করব না, আর কিছু বাদও দেব না।'


আরও পড়ুন, 'বাচ্চা ছেলে', দিল্লিতে BJP-র কেন্দ্রীয় নের্তৃত্বের সঙ্গে সাক্ষাতে রাজ্যপালকে নিশানা মমতার