KMC Polls 2021: 'আশঙ্কায় আছি,এবারেও ছাপ্পা হবে', বিস্ফোরক সুকান্ত, বাদ গেল না মমতার গোয়া সফরও

'এবারেও ছাপ্পা হবে, আশঙ্কায় আছি', কলকাতা পুরভোট নিয়ে তোপ সুকান্তের। এদিকে মমতার গোয়া সফর নিয়েও কথা বলতে ছাড়েননি সুকান্ত মজুমাদার। 

 

'এবারেও ছাপ্পা হবে, আশঙ্কায় আছি', কলকাতা পুরভোট (Kolkata Municipal Election 2021) নিয়ে তোপ সুকান্তের। উল্লেখ্য, সামনেই ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। এদিন ফের একুশের বিধানসভা নির্বাচনের (WB Assembly ELection 2021) কথা মনে করিয়ে তৃণমূলকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি। এদিকে মমতার গোয়া সফর নিয়েও কথা বলতে ছাড়েননি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 

গোয়ায় মমতা সফর ইস্যুতে এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'বিজেপি গোয়ায় অত্যন্ত শক্তিশালী।  আমাদের কোনও চিন্তা নেই। অবাস্তব কিছু ঘোষণা করছেন৷ ৫ হাজার টাকা দিতে গেলে কত টাকা লাগে ওরা জানে না। ক্ষমতায় আসবে না জেনেই ঘোষণা করা হয়েছে।' প্রসঙ্গত, গোয়া সফরে একাধিক কর্মসূচি রয়েছে মমতার। এই নিয়ে দ্বিতীয়বার গোয়া তাঁর সঙ্গে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরে যাচ্ছেন তিনি।  মমতার এই সফরে আরও কয়েকজনের তৃণমূলে যোগ  দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এরাজ্যে ইতিমধ্যে  নিজেদের জমি শক্ত করতে মরিয়া  ঘাসফুল শিবির। সেখানে দলীয় সংগঠনের দেখভালের দায়িত্বে দেওয়া হয়েছে সাংসদ মহুয়া মৈত্রের কাঁধে।গোয়ার বিধানসভা নির্বাচনের দিকেই এখন তাকিয়ে রয়েছে দেশের রাজনীতিবিদরা। আর আপাতত এই ছোট রাজ্য দিয়েই জাতীয় স্তরে জায়গা আরও মজবুত করে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই গোয়ার উদ্দেশ্যে আজ রওনা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপিকে বড় ধাক্কা দিতে চায় ঘাসফুল শিবির। ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে দলে টেনে ইতিমধ্যেই সেই ইঙ্গিত দিয়েছে তারা।   এবার ফালেইরোর হাত ধরে সেখানে সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টায় রয়েছে তৃণমূল। গোয়ায় তৃণমূলের সংগঠন বাড়াতে ও নির্বাচনী প্রচার কোনপথে চলবে, তা ঠিক করে দেবেন মমতা। 

Latest Videos

আরও পড়ুন, KMC Polls: 'দেশের বড় বড় কর্পোরেশন চালায় বিজেপি', বেহালা প্রার্থীর প্রচারে নেমে তোপ দিলীপের

অপরদিকে, ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। এই পুরভোটের নিরপত্তা নিয়ে ইতিমধ্য়েই রাজ্যে জলঘোলা হয়েছে। কারণ প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী চেয়ে এসেছে। ওদিকে পুলিশের সন্তুষ্ঠ মমতা বলে তোপ দেগেছেন বিজেপির শীর্ষ নের্তৃত্ব। এনিয়ে সরব হয়েছেন আবার রাজ্যের শাসকদলের কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। তবে 'ভোটে  কলকাতা পুলিশ যথেষ্ট', কথা প্রসঙ্গ উঠতেই এদিন সুকান্ত মজুমদার বলেন, ভোটে দক্ষতা আজই বুঝলেন। আগের মতোই সব হবে৷ এবারেও ছাপ্পা হবে, আশঙ্কায় আছি। তারকা প্রচারক ইস্যুতে সুকান্ত বলেন, 'নাম থাকলেও কেন্দ্রীয় মন্ত্রীরা ব্যস্ত। এখনই আনার কোনও পরিকল্পনা নেই। তবে এলে আপনাদের জানিয়ে দেব।' ব্যাঙ্ক নিয়ে মোদীর ঘোষণা প্রসঙ্গেও কথা বলেছেন তিনি,'আমাদের কোনও ব্যাঙ্ক ডোবার সম্ভাবনা নেই। তবে ডুবলেও যে গ্রাহক ক্ষতিগ্রস্ত হবে না, এটা সুনিশ্চিত করতেই এই ঘোষণা। 'এদিকে কৃষক আন্দোলনের ইস্যু উঠতেই তিনি জানান, 'আমাদের প্রতিনিধি দল প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে যাবে। সেচের জন্য বিনামূল্যে বিদ্যুৎ চাই। আমি সিঙ্গুরে যাব। দিলীপদা,  শুভেন্দু অধিকারী যাওয়ার কথা।' 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী