মুকুল ইস্যুর পর আজই রাজভবনে BJP বিধায়করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা

  •  রাজ্যপালের সঙ্গে বৈঠকে থাকবেন  শুভেন্দু অধিকারী।  
  • পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হবে আলোচনা
  • আলোচনা চলবে   করোনা টিকা দুর্নীতিকরণ নিয়েও  
  • দল বদলের নয়া অধ্যায়ের পর এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ
     

Asianet News Bangla | Published : Jun 14, 2021 4:32 AM IST / Updated: Jun 14 2021, 10:08 AM IST


সোমবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করবেন বিজেপি বিধায়করা। রাজভবনে এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠকে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং করোনা টিকা দুর্নীতিকরণ নিয়ে আলোচনা করবেন বিজেপি বিধায়কেরা।

আরও পড়ুন, 'আগে নিজের বাড়িতে বোঝান শুভেন্দু', দলত্যাগবিরোধী আইন ইস্যুতে বিস্ফোরক কুণাল, পাল্টা দিলীপও  

 


প্রসঙ্গত এর আগেও রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। এরপরেই শুভেন্দুকে তলব করে কেন্দ্রীয় নের্তৃত্ব। গত সপ্তাহের সোমবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন শিশির পুত্র। শাহ-র বাসভবনে প্রায় ১৫ মিনিট বৈঠক চলে। সেখানে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়েই আলোচনা হয়। এবং এর পরেই মোদীর সঙ্গে দেখা করেন শুভেন্দু। সেখানেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং ৩৫৬ ধরা প্রয়োগের যৌক্তিকতা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। এরপর ফের শাহ-সাক্ষাতের পর বঙ্গে ফেরেন শিশির পুত্র।

আরও পড়ুন, কমছে কোভিড, লকডাউন নিয়ে সোমবার সিদ্ধান্ত জানাতে পারে নবান্ন, কী কী ছাড় দিতে পারেন মমতা 

 

 


এদিন   রাজ্যপালের সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বিজেপি বিধায়করা। যদিও নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দল বদলের নয়া অধ্যায় বড়সড় প্রভাব ফেলেছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপালের সঙ্গে বিজেপি বিধায়কের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলে বলে অনুমান রাজনৈতিক মহলের।

 আরও পড়ুন, নিউটাউন এনকাউন্টারকাণ্ডে নয়া মোড়, রহস্যময় ২ যুবতীর উপস্থিতি, ফ্ল্য়াট থেকে মিলল কন্ডোম 

Share this article
click me!