'সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধরে তৃণমূল উঠতে চাইছে,' রাজ্য সরকারকে প্রকাশ্যে তোপ দিলীপ ঘোষের

Published : Oct 12, 2022, 05:49 PM IST
'সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধরে তৃণমূল উঠতে চাইছে,' রাজ্য সরকারকে প্রকাশ্যে তোপ দিলীপ ঘোষের

সংক্ষিপ্ত

নিউটানে নিজের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ খুললেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে তাপস রায়, মানিক ভট্টাযার্য সহ একাধিক প্রসঙ্গে গর্জে উঠলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন নিউটানে নিজের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ খুললেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে তাপস রায়, মানিক ভট্টাযার্য সহ একাধিক প্রসঙ্গে গর্জে উঠলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে তিনি বললেন, "পশ্চিমবঙ্গতে তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে তো শাহরুখ খান বড় ক্রিকেটার। সৌরভের জন্য তৃণমূল কবে কী করেছে।
আজকে তাঁকে পদ থেকে সরানো হয়েছে বলে কান্নাকাটি করছে। আসলে এদের কোনও কাজ নেই। এখন পার্টিটা গাড্ডায় পড়েছে। তৃণমূলের এমন অবস্থা যে তাঁদের নেতাদের কে আগে জেলে যাবে তাঁর কম্পিটিশন চলছে। তাই এখন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধরে উঠতে চাইছে।" 

পাশাপাশি এদিন মানিক ভট্টাচার্য প্রসঙ্গে দিলীপ বলেন,"এরকম অনেক লিস্ট আছে, অনেক চিঠি আছে। জিজ্ঞাসাবাদ যত এগোবে, সব একে একে সামনে আসবে। অনেক রাঘববোয়ালদের নাম উঠে আসবে। যারা নিজের পার্টির বিধায়ককে সুরক্ষা দিতে পারেনা তারা সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে কী করে?" শুধু তাই নয় পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের মানুষের কাছে টাকা নেই এদিকে রাস্তায় টাকা পাওয়া যাচ্ছে। পার্থবাবুর কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে, পার্থবাবুর বন্ধবীর কাছ থেকে টাকা পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী পর্যন্ত জিজ্ঞাসাবাদ হওয়া উচিত।

আরও পড়ুন - 

এবার ইডির জালে মানিক ভট্টাচার্য, রাতভর জেরার পর গ্রেফতার প্রাথমিকের প্রাক্তন সভাপতি

বালাসাহেব ঠাকরের প্রকৃত উত্তরাধিকারী কে? উত্তর না মেলায় দুই গোষ্ঠীকেই অন্তবর্তী চিহ্ন আর নাম কমিশনের

জঙ্গিদের গুলিতে গুরুতর আহত 'জুম', জানুন ভারতীয় সেনা বাহিনীর সারমের লড়াইয়ের কথা

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?