সল্টলেকে কয়লা পাচার কাণ্ডে দিনভোর সিবিআইয়ের তল্লাশি। শনিবার সকাল থেকে রাজ্য়ের ৩০ টি জায়গায় তল্লাশি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কয়লা পাচার কাণ্ডে অনুপ মাজি ও তার ঘনিষ্ঠ-এর বাড়ি-দোকানে হানা দিয়েছে সিবিআই।
আরও পড়ুন, ভরসা নেই রাজ্য বিজেপি নের্তৃত্বে, বাংলা জয়ে ২৯৪ কেন্দ্রের পার্থী নিজেই বাছবেন অমিত শাহ
জোর তল্লাশি চালাচ্ছে সিবিআই
সল্টলেক এ-এ ব্লকে ২৮১ নম্বর বাড়িতে সিবিআইয়ের তল্লাশি। সিবিআই সূত্রে খবর, এই বাড়িটি কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি নামে এক ব্যক্তির। জানা গিয়েছে, পুরুলিয়ায় তার কয়লার ব্যবসা রয়েছে। কয়লা কান্ড মামলার তদন্তে নেমে বেশ কিছু কয়লা ব্যবসায়ীদের নাম উঠে এসেছে সিবিআই আধিকারিকদের হাতে। শনিবার সকাল থেকে সল্টলেকের পাশাপাশি কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন, আজ 'মালদা জেলা' নিয়ে তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক, কতটা প্রভাব ফেলবে 'শুভেন্দু' ইস্যু
৩২৮ নম্বর বাড়িতে সিবিআইয়ের হানা
সূত্রের খবর, এর আগেও ইনকাম ট্যাক্স আধিকারিকরা কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার সল্টলেকের বাড়ি আরও একটি বাড়িতে এ-ই ব্লকের ৩২৮ নম্বর বাড়িতে সিবিআইয়ের হানা পড়েছে। চলছে তল্লাশি। এবং সল্টলেক সিটি সেন্টারে তার দোকানে তল্লাশি চলেছে।