গরু পাচার কাণ্ডে তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতির বাড়িতে CBI হানা, বেপাত্তা বিনয় মিশ্র

 

  •  গরু পাচার কাণ্ডে সিবিআই-র নজরে বিনয় মিশ্র 
  • কলকাতার একাধিক বাড়িতে হানা দেয় সিবিআই
  • সতীশকে জিজ্ঞাসাবাদ করে বিনয়ের নাম উঠে আসে  
  • এদিকে তদন্তের পরেই বেপাত্তা হয়ে যান বিনয় মিশ্র 
     

কয়লা-গরু পাচার কাণ্ডে এবার সিবিআই-র নজরে এবার বিনয় মিশ্র। তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি বিনয় মিশ্রের বাড়িতে তল্লাশি চালাল এবার সিবিআই। সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে একই সঙ্গে লেকটাউন, রাসবিহারি, চেতলার বাড়িতে হানা দেয় সিবিআই। এদিকে তদন্তের পরেই বেপাত্তা হয়ে যান বিনয় মিশ্র।

আরও পড়ুন, জন্মদিনের পার্টি থেকে বন্ধুর গাড়িতে ফেরাই কাল হল , মুখ খুললেন যাদবপুরের নির্যাতিতা

Latest Videos

 


কয়লা-গরু পাচারে ইতিমধ্য়েই রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। এরই মধ্য়েই একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে। এবার সেই তালিকায় বিনয় মিশ্রের নামও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করছে, গরু পাচারের বেআইনি কারবারের টাকা বিনয় মিশ্রের মাধ্য়মে নির্দিষ্ট কয়েকজন প্রভাবশালীর কাছে পৌঁছে যেত। পাশপাশি 
কয়লা-গরু পাচারে অন্যতম অভিযুক্ত সতীশ কুমারকে জিজ্ঞাসাবাদ করে বিনয় মিশ্রর নাম উঠে আসে। এছাড়াও একাদিক সাক্ষীর বয়ানে এখন কাঠগড়ায় এনে ফেলেছে বিনয়কে বলে জানাল সিবিআই।

 

আরও পড়ুন, বেকারত্বে দেশের মধ্যে ছয়ে বাংলা, ভোটের মুখে রিপোর্ট বেরোতেই অস্বস্তিতে তৃণমূল

 

 


 অপরদিকে, তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি বিনয় মিশ্র এক্স ক্যাটাগরির সুরক্ষা পান। তবে কয়লা-গরু পাচার কাণ্ডে সিবিআই-র তদন্ত শুরু হতেই বেপাত্তা হয়ে গিয়েছেন তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার বর্ষশেষের দিনেই তার বাড়িতে হানা দেয় সিবিআই।

 

 

Share this article
click me!

Latest Videos

'ভোট নেই, আমরাও আর নেই, তুমি আমার, আমি তোমার' মুসলিমদের বড় বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
'ভারতের নতুন কাশ্মীর পশ্চিমবঙ্গ, আমরা কী শান্তিতে থাকতে পারব?' আশঙ্কা প্রকাশ Agnimitra-র
'BJP ক্ষমতায় এলে ৩ লাখের ঘর বানিয়ে দেব' বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর | Suvendu Adhikari Sandeshkhali
#shorts মমতাকে পুরো ধুয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shortsvideo #shortsfeed #shortsviral
মুজিবর রহমানের কোন চিহ্ন রাখতে চায় না MD Yunus, বুলডোজার দিয়ে ভাঙা হল ম্যুরাল চিত্র