সংক্ষিপ্ত
- কর্মসংস্থানে বিহারের থেকেও পিছিয়ে বাংলা
- ভোটের মুখে সিএমআই রিপোর্টে বাড়ল অস্বস্তি
- সবথেকে বেশি বেকারত্বের হার হরিয়ানায়
- বেকারত্বে পশ্চিমবঙ্গের উপরে রাজস্থান
বেকারত্বে দেশের মধ্যে ছয়ে বাংলা। ২০২১ এর বিধানসভা ভোটের আগে এমনই তথ্য উঠে এসেছে সিএমআই-র সমীক্ষায়। কর্মসংস্থানের নিরিখে বিহার, ঝাড়খন্ডের থেকেও পিছিয়ে পশ্চিমবঙ্গ। এই খবর প্রকাশ আসতেই কার্যত চাপ বাড়ল তৃণমূল সরকারের।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দাবি, পশ্চিমবঙ্গ কর্মসংস্থানে অনেক এগিয়ে। সারা দেশের নিরিখেও এগিয়ে বলে সরব মুখ্যমন্ত্রী। কিন্তু সেই দাবিতে কার্যত জল ঢালল সারা দেশ ব্যাপি উঠে আসা সিএমআই-র সমীক্ষা। বাংলায় বেকারত্বে বরাবরের অভিযোগ করে এসেছে বিজেপি। ভোটের মুখে তা আরও উসকাবে বলে চাপান উতোর রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, সিএমআই-র সমীক্ষায় উঠে এসেছে দেশে বেকারত্বের হার ৯.৩ । সবথেকে বেশি বেকারত্বের হার বিজেপি শাসিত হরিয়ানায় ২৫.৬। এই রাজ্যে বেকারত্বের হার ১১.২। বিহারে ১০ এবং ঝাড়খন্ডে ৯.৬ শতাংশ। ওড়িশায় বেকারত্বের হার মাত্র ১.৭। ত্রিপুরায় এই হার ১৩.১ শতাংশ, যা অনেকটাই বেশি। বেকারত্বে পশ্চিমবঙ্গের উপরে রাজস্থান ১৮.৬ , গোয়া ১৫.৯ এবং হিমাচল প্রদেশ।