চিকিৎসকদের সমর্থনে মিছিলে পা মেলালেন বিশিষ্ট জনেরা

Indrani Mukherjee |  
Published : Jun 14, 2019, 06:02 PM ISTUpdated : Jun 14, 2019, 06:06 PM IST
চিকিৎসকদের সমর্থনে মিছিলে পা মেলালেন বিশিষ্ট জনেরা

সংক্ষিপ্ত

চিকিৎসকদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট জনেরা  চিকিৎসকদের সমর্থনে পা মেলালেন মিছিলে এনআরএস থেকে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছিল আয়োজন করেছিল জয়েন্ট ডক্টরস প্লাটফর্ম

এনআরএস কান্ডে চিকিৎসক নিগ্রহ কান্ডের প্রতিবাদে কর্মক্ষেত্র ছেড়ে রীতিমতো রাস্তায় নেমেছেন চিকিৎসকরা। তবে শুধু চিকিৎসকরাই নয়, চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন শিল্পী মহলও। এদিন এনআরএস থেকে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজ পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছিল জয়েন্ট ডক্টরস প্লাটফর্ম-এর পক্ষ থেকে। 

জুনিয়র চিকিৎসকদের সমর্থনে আয়াোজিত এই মিছিলে পা মেলালেন গায়ক, সঙ্গীত পরিচালক অনুপম রায়, বিশিষ্ট সমাজকর্মী, চিকিৎক বিনায়ক সেন, অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন, সঙ্গীতশিল্পী রূপম ইসলাম প্রমুখ। অনুপম রায়ের কথায়, ''প্রথম দিন থেকেই পাশে আছি। চিকিৎসকদের কাজ নয় মিছিলে হাঁটা। তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলেই মিছিলে হাঁটতে হচ্ছে। প্রশাসনের সঙ্গে কথা বলেই সমস্যার সমাধান হবে। প্রশাসনই তো আমাদের অভিভাবক। কিন্তু যা চলছে, এটা চলতে দেওয়া যায় না।''

চিকিৎসকরা কেন মার খাবেন, প্রশ্ন তুলে টুইট করলেন দেব, সমস্যার সমাধান চেয়ে বার্তা রাজ চক্রবর্তীর

বিনায়ক সেন বলেন, ''আমরা এদের পাশে আছি, সেটা বোঝাতে এসেছি। বিচারের যে দাবি উঠেছে, তাকে আমরা সমর্থন করছি। এই সমস্যার সুষ্ঠু সমাধান দরকার।'' অপর্ণা সেন জানিয়েছেন, ''ডাক্তারদের সুরক্ষা, নিরাপত্তা এবং পরিকাঠামো উন্নয়নের দরকার। প্রয়োজন বলেই আজ মিছিলে হাঁটছি।''

PREV
click me!

Recommended Stories

শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI
বাংলায় সপ্তম বেতন কমিশন এই ডিসেম্বরেই? ২৬-এর ভোটের আগে বেশ বেকায়দায় নবান্ন