৩ দিনের ধর্মঘট রুখতে আজ বাস সংগঠন-মুখ্যসচিবের বৈঠক, ভোগান্তি থেকে বাঁচতে দাবি মানবে কি রাজ্য

Published : Jan 24, 2021, 11:59 AM ISTUpdated : Jan 24, 2021, 12:01 PM IST
৩ দিনের ধর্মঘট রুখতে আজ বাস সংগঠন-মুখ্যসচিবের বৈঠক, ভোগান্তি থেকে বাঁচতে দাবি মানবে কি রাজ্য

সংক্ষিপ্ত

৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিকদের সংগঠন  ধর্মঘট রুখতে আজ বাস সংগঠন ও রাজ্য়ের বৈঠক  দাবি আদায়ে ধর্মঘটে নামছে রাজ্য়ের ৫ টি বাস সংগঠন  ধর্মঘট রুখতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে 

ধর্মঘট রুখতে আজ বাস সংগঠন ও রাজ্য়ের বৈঠক। বাস ভাড়া বৃদ্ধি সহ চলতি মাসেই ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস মালিকদের সংগঠন। এই বাস ধর্মঘট রুখতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এই পরিস্থিতিতে বাস মালিকদের বৈঠক ডেকেছেন রাজ্য সরকারের তরফে আলাপন বন্দ্য়োপাধ্যায়। 

আরও পড়ুন, কোভিড বিধি মেনে শীঘ্রই খুলতে চলেছে রাজ্য়ের স্কুল, জানাল স্কুল শিক্ষা দফতর 

 

 


জানা গিয়েছে,  রাজ্যের সরকারি ওই বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন বাস মালিকরা। মূলত তিন দিনের টানা ধর্মঘট হলে শুরু হবে নিত্য যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হবে। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকে রাজ্য সরকারের তরফে ধর্মঘট না করতে বাস মালিকদের বলা হবে। যদিও ধর্মঘটের সিদ্ধান্তে অনড়়। উল্লেখ্য, ডিজেলের মূল্য বৃদ্ধি এবং পুনর্বিন্য়াসের দাবিতে চলতি মাসেই ৩ দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন বেসরকারি বাস মালিকদের ৫ টি সংগঠন। আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারি রাজ্য জুড়েই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

আরও পড়ুন, দৈনিক সংক্রমণ কমে শহর ফিরছে পুরোনো ছন্দে, মৃত্যুর হারও কমল কলকাতায় . 

 

 

অপরদিকে, শুধু ভাড়া বৃদ্ধিই নয়, আরও একাধিক দাবি আদায়ে ধর্মঘটের পথ নামছে রাজ্য়ের ৫ টি বাস সংগঠন। এর মধ্য়ে অন্যতম ডিজেলের উপর ট্য়াক্স কমিয়ে জিএসটি চালু করা। কেন্দ্র এবং রাজ্যকে পেট্রোপণ্য়ের উপর ট্যাক্স কমাতে হবে। তবেই বাস চালাবেন তাঁরা।
 

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?