টোটোতে চাবি রেখেই বাজারে চালক, স্টার্ট দিয়ে শিশুকে পিষে দিল ছোট্ট মেয়ে

  • সবজি কিনতে বাজারে নেমেছিলেন টোটো চালক
  •  চালক টোটো থেকে নামতেই এক্সেলেটরে চাপ দিল মেয়ে
  •  নিমেষেই ঘাতক টোটো প্রাণ কাড়ল আড়াই বছরের শিশুর
  •  মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নিউটাউনে 

সবজি কিনতে বাজারে নেমেছিলেন টোটো চালক। পাশেই বসে ছিল ছোট্ট মেয়ে। চালক টোটো থেকে নামতেই এক্সেলেটরে চাপ দিল মেয়ে। নিমেষেই ঘাতক টোটো প্রাণ কাড়ল আড়াই বছরের শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নিউটাউনে ।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় মায়ের সঙ্গে বাজারের রাস্তাতেইে হেঁটে যাচ্ছিল ওই শিশু। টোটো চালকের পাঁচ বছরের মেয়ের হাতে পরে টোটোর চাবি। টোটোর চাবি অন করে এক্সালেটার বাড়িয়ে দেয় ছোট্ট মেয়ে। নিমষেই ঘটে যায় বিপত্তি। হেঁটে যাওয়া শিশুকে ধাক্কা মারে ঘাচক টোটো। ছিটকে পড়ে মাথায় চোট লাগে শিশুর। স্থানীয়রা উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেল চিকিৎসকরা। 

Latest Videos

ঘটনাটি মঙ্গলবার সকালে নিউটাউন এডি সি পি অফিসের সামনে ঘটে এই দুর্ঘটনা। মৃত শিশুর নাম আয়ুশ রায়চৌধুরী (২.৫ বছর)। নিউটাউনের এক আবাসনের বাসিন্দা আযুশ। এই ঘটনায় টোটো চালককে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। ধৃত চালকের নাম অজয় রায়। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো, অবহেলায় মৃত্যু-সহ নানা অভিযোগে মামলা রুজু করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটিও।

পুলিশের কাছে এজয় জানিয়েছে, ওই দিন সকালে নিউটাউনের ওই আবাসনে যাত্রীদের পৌঁছে দিতে গিয়েছিলেন তিনি। নিজে নিউটাউনের রামকৃষ্ণপল্লিতে থাকেন অজয়। তাঁর পাশেই বসেছিল বছর পাঁচেকের মেয়ে পিয়াও। যাত্রীদের নামিয়ে দেওয়ার পর, রাস্তার পাশে টোটো থামিয়ে রেখেই শাকসব্জি কিনছিলেন তিনি। কিন্তু, গাফিলতিবশত গাড়িতে চাবি দেওয়া অবস্থাতেই নেমে যান অজয়। ঠিক সেই সময় থেমে থাকা গাড়ির চাবি ঘুরিয়ে অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে ফেলে অজয়ের মেয়ে পিয়া। যাতে প্রাণ যায় ওই শিশুর। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি