মকর সংক্রান্তির আগেই জাঁকিয়ে শীত রাজ্যে, এক ধাক্কায় নামল পারদ

  • রাজ্য জুড়ে ফের জাঁকিয়ে শীত
  • উত্তুরে হাওয়ার দাপটে বাড়ল ঠান্ডা
  • সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার
     

debamoy ghosh | Published : Jan 13, 2020 3:39 AM IST

বৃষ্টি, কুয়াশার বাধা কাটিয়ে ফের জাঁকিয়ে শীত রাজ্যে। থাকবে মকর সংক্রান্তি পর্যন্ত। মকর সংক্রান্তির দু' দিন আগে কলকাতায় স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নীচে নেমে গেল তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা থাকসলেও আকাশ পরিষ্কার থাকছে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার দাপটেই রাজ্যে শীতের দাপট বাড়ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা দশ ডিগ্রির নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে ফেরে তাপমাত্রা বেড়ে যেতে পারে। 

এ দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কারই ছিল কলকাতায়। এ দিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। 

আরও পড়ুন- বর্ষের শুরুতে বিপুল তুষারপাত, সিমলা-মানালি-তে বিপাকে পর্যটকেরা

আগামী চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গের দু' একটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে ওড়িশায় ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। অসম সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে। বিহার এবং উত্তরপ্রদেশেও শীতল দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। 
 

Share this article
click me!