বড়দিনের আমেজে সেজে উঠল নিউ মার্কেট, ভিড় জমাল আট থেকে আশি

  • বড়দিনের আমেজে মাতল নিউমার্কেট
  • সেজে উঠল আলোর রসনাইতে
  • চলছে বর্ষ শেষে কেনা কাটা
  • দোকান খোলা রাত ১০ টা পর্যন্ত

বছর শেষের কাউন্ট ডাউন শুরু। সামনেই বড়দিন, তারপর নিউ ইয়ার সেলিব্রেশন। দুই মিলিয়েই আবারও শ্যপিং মুখি শহর। সকলের সঙ্গে পাল্লা দিয়ে নির্দিষ্ট সময়ের আগেই এবার সেজে উঠল পার্কস্ট্রিট ও নিউমার্কেট। রবিবার থেকেই নিউমার্কেট চত্বরে ভিড় বেড়েছে ক্রেতাদের। সেই তালেই এবার নিউমার্কেটও সেজে উঠল নতুন মোড়কে। 

আরও পড়ুনঃ মধ্যবিত্তের পাতে ফ্রুটকেক বড়ুয়ার, মাত্র ২০ দিনই মেলে ৯৫ বছরের সাবেকি স্বাদ

Latest Videos

চতুর্দিকে আলোর রসনাই। শীতের মরশুমে সেজে উঠেছে পেল্লাই সাইজের সান্টা। প্রতি বছরের মত এবারও সিটি মার্টের সামনের গেট সেজে উঠেছে। সেখানেই ছবি তুলতে ব্যস্ত আট থেকে আশি। মাথার ওপর হলুদ রঙের আলোর চাদর। সঙ্গে আরও কতকি, মিলছে বড়দিনে ছোটদের জন্য নতুন নতুন উপহার, যা কিনতে ভিড় জমছে রাস্তার পাশের দোকানগুলিতে কিংবা ফেরিওয়ালাদের কাছে। পাশাপাশি শীতের পোশাকেরও বিক্রি চলছে। 

আরও পড়ুনঃ আগে থাকতেই সতর্ক হোন, আজ রাতেই পারদ নামবে ১০ ডিগ্রিতে

বর্ষ শেষে চলছে বেশি কিছু জায়গায় সেল। শীতের পোশাক কেনার সঙ্গে সঙ্গেই চাহিদা বাড়ছে ভ্রমণ সামগ্রীরও। আগামী সপ্তাহ থেকেই ছুটি পড়ছে স্কুল কলেজে। ফলে বাড়ি থেকে বেরিয়ে এবার খানিক ঘুরে আসার পালা। তাই প্রয়োজন মত চলছে বিভিন্ন কেনাকাটার পালা। সাত তারাতারি আর দোকান বন্ধ নয়, উৎসবের মরশুমে নিউমার্কেট খোলা রয়েছে রাত ১০টা পর্যন্ত।  

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul