হালকা কুয়াশা নিয়েই আজ ভোর হল শহরে, ছুটির দিনে শীতল হাওয়ার আমেজে মেতেছে কলকাতা

Published : Nov 24, 2019, 11:19 AM ISTUpdated : Nov 24, 2019, 11:22 AM IST
হালকা কুয়াশা নিয়েই আজ ভোর হল শহরে,  ছুটির দিনে শীতল হাওয়ার আমেজে মেতেছে কলকাতা

সংক্ষিপ্ত

রবিবার শীতল হাওয়ার সঙ্গেই শহরে সকাল হল আজ ভোরে আকাশ আংশিক কুয়াশাচ্ছন্ন ছিল তবে শহরে আজ সারাদিন রৌদ্রজ্জ্বল থাকবে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস

রবিবার শীতল হাওয়ার সঙ্গেই শহরে সকাল হল।  ছুটির দিনে, হিমেল পরশ আর মিষ্টি রোদের ছোঁয়ায় শহরবাসী বেশ আছে। আজ ভোরে আকাশ আংশিক কুয়াশাচ্ছন্ন ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কেটে আকাশ অনেকটাই পরিষ্কার।

আরও পড়ুন, আপনি কী জানেন কলকাতায় এসেছিল বিটলস, শহরেরই একটি দোকানে বাদ্য়যন্ত্র কিনতে

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫৫ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২২.৮  ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন রৌদ্রজ্জ্বল থাকবে।

আরও পড়ুন, স্নাতকোত্তর স্তরে এবার থেকে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা বক্স, সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়

তবে কাজের জন্য় আজও যাদের বাইরে বেরোতে হয়েছে, তাঁরা হালকা শীতের পোষাক চাপাতে কেউ ভোলেননি। তবে রাতের দিকে আবার কুয়াশা বাড়ার সম্ভবনা রয়েছে। তবে সেই আনন্দে সবাই পিকনিকের আয়োজনের অপেক্ষায় আছে। শীতের সঙ্গে একরাশ আনন্দ অপেক্ষা করছে শহর কলকাতায়।
 

PREV
click me!

Recommended Stories

কোন পথে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যত? শুক্রবার প্রকাশিত হবে SSC নবম-দশম ভেরিফিকেশন তালিকা
চিংড়িঘাটায় ৩৬৬ মিটার 'জট' কাটবে? কলকাতা মেট্রো-সহ সবপক্ষকেই বুধবার বৈঠকে বসতে নির্দেশ