আরজিকরে ২ অন্তঃসত্ত্বাকে নিগ্রহ, অভিযোগ নিরাপত্তারক্ষী ও কর্মীদের বিরুদ্ধে

Published : Jan 31, 2020, 04:56 PM IST
আরজিকরে ২ অন্তঃসত্ত্বাকে নিগ্রহ, অভিযোগ নিরাপত্তারক্ষী ও কর্মীদের বিরুদ্ধে

সংক্ষিপ্ত

আরজিকরে, উপরিপাওনা দিতে না পারায় মারধরের অভিযোগ  নিয়মের বিরুদ্ধে ওই টাকা দিতে রাজি হন না রোগীর পরিবার  অভিযোগ, ওই ২ জন অন্তঃসত্ত্বার পেটে আঘাত পর্যন্ত করা হয়  অন্তঃসত্ত্বা ওই দুইজনকে এখন ভর্তি করা হয়েছে আরজিকরে   

আরজিকরে  ২ জন অন্তঃসত্ত্বাকে নিগ্রহকে ঘিরে চাঞ্চল্য়। অভিযোগ, উপরিপাওনা দিতে না পারায় মারধোরের অভিযোগ আরজিকর হাসপাতালের নিরাপত্তারক্ষী এবং কর্মীদের বিরুদ্ধে। খবর পেয়েই পুলিশ  ঘটনাস্থলে পৌছায়। পুলিশের তরফে, অসুস্থ দুজকেই এখন আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার, আরজিকর হাসপাতালে আসেন ওই ২ জন অন্তঃসত্ত্বা। অভিযোগ, নিরাপত্তারক্ষী এবং কর্মীরা রুগীকে দেখতে হলে উপরি পাওনা হিসেবে ২০ টাকা চাওয়া হয়। কিন্তু সরকারী হাসপাতালের নিয়মের বিরুদ্ধে ওই টাকা দিতে রাজি হন রোগীর পরিবারের লোকজন। এরপরেই তাদের সঙ্গে বচসা বাধে, হাসপাতালের নিরাপত্তারক্ষী এবং কর্মীদের সঙ্গে। ক্রমেই তা মারধরের আকার নেয়। রোগীর পরিবারের অভিযোগ, ওই ২ জন অন্তঃসত্ত্বার পেটে আঘাত পর্যন্ত করা হয়। এই ঘটনায় মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন, ওই দুই জন অন্তঃসত্ত্বা মহিলা। এরপরেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি লাগাম দেয় স্থানীয় থানার পুলিশ। অন্তঃসত্ত্বা ওই দুইজন মহিলাকে এখন ভর্তি করা হয়েছে আরজিকর হাসপাতালেই।

বিস্তারিত আসছে...
 

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর