WB Covid Update : আরও উঠল করোনা গ্রাফ, রাজ্যে দৈনিক সংক্রমণ পার করল ২৩ হাজারের গণ্ডি, আতঙ্কে কলকাতা

এদিনের রাজ্য করোনা বুলেটিন বলছে এখনও পর্যন্ত রাজ্যে মারা গিয়েছেন ১৯ হাজার ৯৮৫ জন। অন্যদিকে গত একদিনে রাজ্যে ৭৩ হাজার ৪৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

করোনায় কাঁপছে গোটা দেশ। অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতে সবথেকে বেশি বাড়ছে করোনা উদ্বেগ। বর্তমানে করোনা পজেটিভিটির (Coronavirus positivity) নিরিখে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে বাংলা। এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত(Coronavirus infection in Bengal in the last 24 hours) হয়েছেন ২৩ হাজার ৪৬৭ জন। ১৩ জানুয়ারি প্রকাশিত রাজ্যের করোনা বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। যা গতকালের থেকে প্রায় ১ হাজার বেশি। আর তাতেই নতুন করে বেড়েছে উদ্বেগ। অন্যদিকে এদিনের পরিসংখ্যান নিয়ে বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা (total number of corona cases in the state) বেড়ে দাঁড়িয়েছে ১৮ লক্ষ ৪১ হাজার ৫২ জন। অন্যদিকে রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৫৩ জন। অন্যদিকে আগের থেকে আরও অনেকটাই কমেছে সুস্থতার হার। বর্তমানে রাজ্যে মোট সুস্থতার হার দাঁড়িয়েছেন ৯১.৭৭ শতাংশ। পাশাপাশি মৃত্যুহার দাঁড়িয়েছে ১.০৯ শতাংশ।

এদিকে এদিনের রাজ্য করোনা বুলেটিন (State Corona Bulletin) বলছে এখনও পর্যন্ত রাজ্যে মারা গিয়েছেন ১৯ হাজার ৯৮৫ জন। অন্যদিকে গত একদিনে রাজ্যে ৭৩ হাজার ৪৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত গোটা রাজ্যে করোনা পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৩২.১৩ শতাংশ। অন্যদিকে ১৩ তারিখ রাজ্যে টিকা নেন ৪ লক্ষ ৮৫ হাজার ৮২৩ জন। যাদের মধ্যে এদিন প্রথম ডোজ নিয়েছেন ১ লক্ষ ৩৮ হাজারের বেশি মানুষ। পাশাপাশি এদিন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লক্ষ ৮ হাজার ৬১৩ জন। এদিকে রাজ্যে মোট আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৫২৫ জন। পাশাপাশি হোম আইসোলেশনে রয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৭৮৯ জন।  

Latest Videos

আরও পড়ুন- উত্তরবঙ্গে কেন ঘটল ভয়াবহ দুর্ঘটনা, নেপথ্যে কী রহস্য, কী বলছে রেল

এদিকে ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৬৮ জন। উত্তর ২৪ পরগণায় ৪,৭২৮, হাওড়ায় ১,২৮৯, হুগলিতে ১,৩৩৫ এবং পশ্চিম বর্ধমানে ১,২৬১, দক্ষিণ ২৪ পরগণায় ১,৩৪৯, পূর্ব বর্ধমানে ৮৬১, বীরভূমে ৮৯৫ জন ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন বলে দেখা যাচ্ছে। অন্যদিকে গতকাল রাজ্যে  সংক্রমিত হয়েছিলেন ২২ হাজার ১৫৫ জন। গতকালই সংক্রমণে শীর্ষে ছিল কলকাতাই। এদিকে করোনা কাঁটা মাথায় নিয়েই বাংলার বুকে চলছে গঙ্গাসাগর মেলা। শেষ হবে আগামী ১৬ জানুয়ারি। যা নিয়ে বাড়ছে উদ্বেগ। এদিকে মেলা নিয়ে একাধিক বিতর্ক থাকলেও ইতিমধ্যেই শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 

Share this article
click me!

Latest Videos

Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে