থানায় ঢুকে রোগী বলল-আমি করোনা পজিটিভ, আতঙ্কে অফিস ছেড়ে রাস্তায় পুলিশ

Published : Jun 23, 2020, 03:21 PM ISTUpdated : Jun 23, 2020, 09:21 PM IST
থানায় ঢুকে রোগী বলল-আমি করোনা পজিটিভ, আতঙ্কে অফিস ছেড়ে রাস্তায় পুলিশ

সংক্ষিপ্ত

করোনা রোগীর আতঙ্কে থানা থেকে রাস্তায় পুলিশ  ঘটনাটি ঘটেছে,কলকাতায় টালিগঞ্জ থানায় রাসবিহারীর এক বাসিন্দা সটান থানায় ঢুকে পড়েন  নিজের রিপোর্ট বার করে বলেন-আমি করোনা পজিটিভ   

করোনা রোগীর আতঙ্কে থানা থেকে রাস্তায় বেরিয়ে পড়ল সব পুলিশ। ঘটনাটি ঘটেছে,কলকাতায় টালিগঞ্জ থানায়। জানা গিয়েছে, আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ রাসবিহারীর এক বাসিন্দা বয়স আনুমানিক ৪২ সটান থানায় ঢুকে পড়ে। তারপর পুলিশদের সামনে নিজের একটি রিপোর্ট বার করে বলে-আমি করোনা পজিটিভ ।

অহিংসা যারা করে তারা কাপুরুষ, তৃণমূলকে হিংসার বদলে হিংসার বার্তা দিলীপের

রিপোর্ট দেখে টালিগঞ্জ থানার পুলিশের চক্ষু চড়কগাছ ।তড়িঘড়ি থানার বাইরে বেরোতে থাকে এবং সেই ব্যক্তিকে অনুরোধ করে যে কোন একটা জায়গায় একটু দূরে থাকবার জন্য। তারপর থানার ভিতরে একটি অংশে ব্যারিকেড দিয়ে ঘিরে চেয়ারে বসানো হয় ওই করোনা রোগীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তির বাড়ি রাসবিহারীতে । নিজের ভুজিয়ার দোকান আছে। 

থানার ভিতরে করোনা আক্রান্ত মানুষ, সব ফেলে পালাল পুলিশ

সর্দি-কাশি জ্বর হওয়ার জন্য নিজে বেসরকারি ক্লিনিকে করোনা টেস্ট করে। সেখানে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তারপরেই রিপোর্ট নিয়ে কী করবে না ভেবে টালিগঞ্জ থানায় চলে আসে ।ইতিমধ্যেই থানার ভিতরে সমস্ত জায়গায় স্যানিটাইজ করা হয়েছে।  খবর পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরে । ওই রোগীকে নিয়ে যাওয়া হলে আবার থানা স্যানিনিটাইজ  করা হবে।

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে