থানায় ঢুকে রোগী বলল-আমি করোনা পজিটিভ, আতঙ্কে অফিস ছেড়ে রাস্তায় পুলিশ

  • করোনা রোগীর আতঙ্কে থানা থেকে রাস্তায় পুলিশ
  •  ঘটনাটি ঘটেছে,কলকাতায় টালিগঞ্জ থানায়
  • রাসবিহারীর এক বাসিন্দা সটান থানায় ঢুকে পড়েন
  •  নিজের রিপোর্ট বার করে বলেন-আমি করোনা পজিটিভ 
     

করোনা রোগীর আতঙ্কে থানা থেকে রাস্তায় বেরিয়ে পড়ল সব পুলিশ। ঘটনাটি ঘটেছে,কলকাতায় টালিগঞ্জ থানায়। জানা গিয়েছে, আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ রাসবিহারীর এক বাসিন্দা বয়স আনুমানিক ৪২ সটান থানায় ঢুকে পড়ে। তারপর পুলিশদের সামনে নিজের একটি রিপোর্ট বার করে বলে-আমি করোনা পজিটিভ ।

অহিংসা যারা করে তারা কাপুরুষ, তৃণমূলকে হিংসার বদলে হিংসার বার্তা দিলীপের

Latest Videos

রিপোর্ট দেখে টালিগঞ্জ থানার পুলিশের চক্ষু চড়কগাছ ।তড়িঘড়ি থানার বাইরে বেরোতে থাকে এবং সেই ব্যক্তিকে অনুরোধ করে যে কোন একটা জায়গায় একটু দূরে থাকবার জন্য। তারপর থানার ভিতরে একটি অংশে ব্যারিকেড দিয়ে ঘিরে চেয়ারে বসানো হয় ওই করোনা রোগীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তির বাড়ি রাসবিহারীতে । নিজের ভুজিয়ার দোকান আছে। 

থানার ভিতরে করোনা আক্রান্ত মানুষ, সব ফেলে পালাল পুলিশ

সর্দি-কাশি জ্বর হওয়ার জন্য নিজে বেসরকারি ক্লিনিকে করোনা টেস্ট করে। সেখানে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তারপরেই রিপোর্ট নিয়ে কী করবে না ভেবে টালিগঞ্জ থানায় চলে আসে ।ইতিমধ্যেই থানার ভিতরে সমস্ত জায়গায় স্যানিটাইজ করা হয়েছে।  খবর পাঠানো হয়েছে স্বাস্থ্য দফতরে । ওই রোগীকে নিয়ে যাওয়া হলে আবার থানা স্যানিনিটাইজ  করা হবে।

Share this article
click me!

Latest Videos

Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের