রাজ্য়ে একদিনে ৬২ জনের মৃত্যু, সংক্রমিত ৩,১৯৬

  • ফের রাজ্য়ে আতঙ্ক বাড়াল সংক্রমণে মৃতের সংখ্যা
  • ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা নিয়ে মারা গিয়েছেন ৬২ জন
  • এখনও রাজ্য়ে সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪,৬০৬ জনের
     

Asianet News Bangla | Published : Sep 24, 2020 4:41 PM IST / Updated: Sep 25 2020, 12:52 AM IST

ফের রাজ্য়ে আতঙ্ক বাড়াল সংক্রমণে মৃতের সংখ্যা। পশ্চিমবঙ্গের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা নিয়ে মারা গিয়েছেন ৬২ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৬১ জন। পরিসংখ্যান বলছে, রাজ্য়ে সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৪,৬০৬ জনের৷

পুজো কমিটিগুলোকে টাকা, মুখ্য়মন্ত্রীকে 'তুলোধনা' করলেন রাহুল সিনহা

রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯৬ জন। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৩৭,৮৬৯ জন। একদিনে রাজ্য়ে সুস্থ হয়ে উঠেছেন ৩০১৪ জন। সব মিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২, ৮,০৪২ জন। রাজ্যে সুস্থতার হার ৮৭.৪৬ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে রাজ্যে মোট ২৫ হাজার ২২১ জন অ্যাকটিভ রোগী রয়েছেন।

৩০ মিনিট বাড়ছে শেষ মেট্রোর সময়,নয়া ভাবনা কর্তৃপক্ষের

রাজ্য়ের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৬২ জন মারা গিয়েছেন। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৪৬০৬ জন। তার মধ্যে ৩৯৩৬ জন অর্থাৎ ৮৫.৫ শতাংশ রোগীর মধ্যে কোমর্বিডিটির সমস্যা ছিল।

৫০ হাজার টাকা করে দেওয়া হবে দুর্গা পুজো কমিটিগুলিকে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Share this article
click me!