বাংলায় করোনা টিকা পরীক্ষা শুরু ডিসেম্বরেই, স্বেচ্ছাসেবক হতে চেয়ে উৎসাহ তুঙ্গে

  • রাজ্য়ে টিকা পরীক্ষা হতে চলেছে ডিসেম্বর থেকেই 
  •  করোনা টিকা পরীক্ষার অনুমোদন পেল নাইসেড 
  •  স্বেচ্ছাসেবকদের এলাকা ছাড়তে নিষেধাজ্ঞা জারি
  • সারা দেশে মোট ২৫,৮০০ জন 'স্টাডি ভলেন্টিয়ার'


রাজ্য়ে এই প্রথম টিকা পরীক্ষা হতে চলেছে ডিসেম্বর থেকেই। করোনা টিকা কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষার অনুমোদন পেল কেন্দ্রীয় গবেষণা সংস্থা নাইসেড। তবে গবেষকদের আক্ষেপ, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন এবং সাগর দত্ত মেডিকেলের ক্লিনিক্য়াল ট্রায়ালের বিষয়টি অনুমোদনের জন্য আটকে না থাকলে তামিলনাড়ু সঙ্গে তালেতাল রেখে এগিয়ে চলত পশ্চিমবঙ্গও।

 

Latest Videos

আরও পড়ুন, ছট পুজোয় ভক্তদের ভীড় শহরে, তীরের বেগে করোনার সংক্রমণ কলকাতায়

 

 

স্বেচ্ছাসেবকদের এলাকা ছাড়তে নিষেধ


নাইসেডের অধিকর্ত্রী শান্তা দত্ত জানিয়েছেন, 'ডিসেম্বরের শুরুতেই তারা কোভ্যাক্সিনের শুরু করবেন। সারা দেশে ২৬ টি পরীক্ষা কেন্দ্রে মোট ২৫,৮০০ জন স্টাডি ভলেন্টিয়ারের উপরে গবেষণা করছে আইসিএমআর। নাইসেডে একহাজার জনের উপরে এই পরীক্ষা করা হবে।  একদলকে টিকা দেওয়া হবে এবং অপরদলকে টিকার পরিবর্তে অন কিছু দেওয়া হবে। ফলাফল ১ বছর ধরে পর্যবেক্ষণ করা হবে।অনেকে সেচ্ছা সেবক হতে চেয়ে আমাদের সঙ্গে যোগযোগ করেছেন। তাঁদের মধ্য থেকেই স্টাডি ভলেন্টিয়ার বেছে নেওয়া হবে।' তবে উল্লেখ্য, স্টাডি ভলেন্টিয়াররা যে ঠিকানা দিয়েছে অঙ্গীকারপত্রে, সেই ঠিকানা ছেড়ে আরও কোথায় যেতে পারবেন না' বলে জানান শান্তা দত্ত। 

 

 

 

 ট্রপিক্যাল, সাগর দত্ত ঘিরে আক্ষেপ 


সিটিআরআই এর তথ্য অনুযায়ী, কোভিড ভ্যাকসিনের পরীক্ষা কেন্দ্র পাওয়ার প্রশ্নে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (৯)।তামিলনাডু- উত্তরপ্রদেশে সেটা ৩ টি। দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহারে কোভ্যাক্সিন-কোভিশিল্ড মিলিয়ে ২ টো করে ক্লিনিক্যাল ট্রায়াল সাইট পেয়েছে। রাজ্য চিকিৎসকদের-গবেষকদের আক্ষেপ, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন এবং সাগর দত্ত মেডিকেলের ক্লিনিক্য়াল ট্রায়ালের বিষয়টি অনুমোদনের জন্য আটকে না থাকলে তামিলনাড়ু সঙ্গে তালেতাল রেখে এগিয়ে চলত পশ্চিমবঙ্গও।


 

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!