সিঙ্গুর নিয়ে আবারও বিস্ফোরক মমতা বললেন- 'সিপিএম কৃষক মেরেছে, তাপসী মালিকের মত মেয়েকেও মেরেছে '

পরপর দুই দিন সিঙ্গুর নিয়ে রীতিমত বিস্ফোরক মন্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর উদ্বোধনে তিনি বলেন সিপিএম কৃষক মেরেছে। তাপসী মালিকের মত মেয়েকেই হত্য়া করেছে। 
 

আবারও সিঙ্গুর নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে বিজয় সম্মিলনীতে মমতা বলেছিলেন তিনি টাটাদের তাড়াননি। টাটাদের তাড়িয়েছে সিপিএম। এর কলকাতা ফিরেও সেই  সিঙ্গুর নিয়ে আবারও সিপিএম-র ঘাড়েই দায় চাপালেন। এবার অবশ্য তিনি বলেন 'সিপিএম কৃষক বিরোধী। তাপসী মালিকের মত মেয়েকে সিপিএম পুড়িয়ে মেরেছে।'

চার দিনের উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবারই কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কলকাতায় বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধন করেন। সেখানেই মমতা আবারও সরব হন সিঙ্গুর ইস্যুতে। এদিন তিনি বলেন, 'খড়্গপুর ঘুরে আসুন। আইটি সেক্টর ঘুরে আসুন। শিল্প করতে জানতে হয়। সিপিএম জোর করে কৃষকদের জমি কেড়েছে। মানুষ মেরেছে। তাপসী মালিকের মতে মেয়েকে পুড়িয়ে মেরেছে। কৃষকদেরও খুন করেছে সিপিএম।'

Latest Videos

এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম-এর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে। মমতার কথায় চাকরি থেকে বিনিয়োগ- সব ইস্যুতেই সিপিএম তাঁর বিরুদ্ধে কথা বলছেন। সিপিএমের সঙ্গে সুর মেলাচ্ছে বিজেপিও। মমতা এদিন বলেন, এই রাজ্যে যেসব সংস্থা বিনিয়োগ করতে এসেছে তাদের মধ্যে কোনও বিভেদ করেনি তাঁর সরকার। এমনকি টাটা গোষ্ঠীর সঙ্গেও নয়। তিনি বলেন 'এ টু জেড যারা শিল্প করতে আসবেন তাদের সঙ্গে আমরা বিভেদ করি না। সকলেই স্বাগত জানান হয়। টাটা স্টিলও চাকরি আর প্রশিক্ষণ দিতে পারে। ওরা জানেই না টাটাদের কতগুলি সংস্থা রয়েছে।'

তবে মমতা এদিন সিপিএম-র মতই টাটাদের বিরুদ্ধেও সরব হন। তিনি বলেন, টাটারা ২০১১ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম-কে সমর্থন করেছিলে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের  বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। সিপিএমকে ভোট দেওয়ার কথাও বলেছিল। মমতা আরও বলেন, 'আমরা কোনও দিন এই বিষয়ে কিছুই বলিনি।'

এদিন মমতা জানিয়েদেন আগের মতই তিনি এখনও কৃষক দরদী। এখনও কোনও কিছু করতে হলে তিনি জানতে চান, কৃষকদের উচ্ছেদ করতে হবে নাতো! তিনি আরও বলেন কোথাও কৃষকদের উচ্ছেদ করতে হলে তিনি বলেন,  'এখনও আমি বলি টাকা নিয়ে যদি কৃষকরা চুক্তি করতে চায় তবেই তা করে। ' তাঁর অভিযোগ সিপিএমন সর্বদাই জোর করে জমি নিতে গিয়েছিল। আর সেই কারণেই টাটারা এই রাজ্য ছেড়ে চলে গিয়েছিল। 

প্রসঙ্গত শিলিগুড়িতে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়  নিজেই সিঙ্গুর প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, 'কেউ কেই বাজে কথা বলে বেড়াচ্ছেন, যে আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি। টাটাকে আমি তাড়াইনি। টাটাকে সিপিএম তাড়িয়ে দিয়েছে। আপনারা জোর কের জমি দখল করতে চেয়েছিলেন। আমরা তা ফেরত দিয়েছি। জায়গার তো অভাব নেই। আমি কেন করে জোর করে জমি নেব ?'সিঙ্গুরের জমি অধিগ্রহণের কথা বলতে গিয়ে মমতা বলেন কাওয়াখালিতে অনেক সমস্যা ছিল। সেই সমস্যা তিনি উদ্যোগ নিয়ে মিটিয়েছেন বলেও দাবি করেন মমতা। তিনি আরও বলেন তিনি চান এই রাজ্যে উন্নয়ন হোক শিল্প আসুক। রাজ্যের ব্যবসায়ী ও উদ্যোগপতিরা রাজ্যেই বিনিয়োগ করুক এমনটাও চান বলেও জানিয়েছেন মমতা। কিন্তু মমতার সিঙ্গুর মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। 

সিঙ্গুর নিয়ে মমতাকেই দুষলেন সূর্যকান্ত, বললেন '৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছিল'

‘রানিকে খান খান করে ছাড়ব’, শাসকদলকে কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের, প্রয়োজনে অস্ত্র তুলে নেওয়ার বার্তাও

'কাউকে করতে হবে বলে একজনকে বঞ্চিত করব কেন?' ICCতে সৌরভের নাম না পাঠানোয় তোপ মমতার

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today