লক্ষীপুজোর দিনেই বাগজোলা খাল থেকে মৃতদেহ উদ্ধার, রহস্যমৃত্যুর ময়নাতদন্তে আরজি কর

Published : Oct 30, 2020, 02:05 PM ISTUpdated : Oct 30, 2020, 02:15 PM IST
লক্ষীপুজোর দিনেই বাগজোলা খাল থেকে মৃতদেহ উদ্ধার, রহস্যমৃত্যুর ময়নাতদন্তে আরজি কর

সংক্ষিপ্ত

লক্ষীপুজোয় কেষ্টপুর বাগজোলা খাল থেকে  মৃতদেহ উদ্ধার  দেহ উদ্ধার করে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে    ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ   ময়নাতদন্তের  রিপোর্ট এলেই রহস্যমৃত্যুর কিনারা মিলবে 

লক্ষী পুজোর দিন সাতসকালে কেষ্টপুর বাগজোলা খাল থেকে  মৃতদেহ উদ্ধার উদ্ধার করল বাগুইআটি থানার পুলিশ। এদিকে মৃতদেহ উদ্ধার করার সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।

আরও পড়ুন, লক্ষীপুজোয় বাজারে লাগামছাড়া ভীড়, করোনায় ফের শীর্ষে কলকাতা

ময়নাতদন্তে আরজিকর  


শুক্রবার সকালে কেষ্টপুর বাগজোলা খালের ৭ নম্বর লোহাপুলের তলাতে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। বাগুইআটি থানায় খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থলে এসে বাগুই আটি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ।ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দুখী। তিনি স্থানীয় এলাকারই বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যাইনি বলেই পুলিশ সূত্রে খবর। ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন, লক্ষীপুজোয় বাজারে দামের আগুন, মাথায় হাত কলকাতাবাসীর

আতঙ্ক ছড়িয়েছে  বাগজোলা খাল সংলগ্ন এলাকায়

অপরদিকে অস্বাভাবিক মৃত্যু মামলা ঋজু করে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই এই রহস্যমৃত্যু অনেকটাই কিনারা মিলবে। পুজোর মাঝে এমন ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে কেষ্টপুরে বাগজোলা খাল সংলগ্ন এলাকায়।

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর