ফের রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু, বছর শেষে নতুন করে আতঙ্ক ছড়াল জগদ্দলে

বছর ঘুরতে চললেও কেন কমছে না ডেঙ্গু সংক্রমণ? আবহাওয়ার খামখেয়ালিপনাই কি কারণ? কী বলছে প্রশাসন? 
 

বছরের শেষেও মুক্তি নেই ডেঙ্গির হাত থেকে। রাজ্যের ভবানীপুরের পর এবার ডেঙ্গিতে মৃত্যু জগদ্দলে। বুধবার ডেঙ্গি আক্রান্ত হয় মৃত্যু হয় জগদ্দলের বছর ৫৫-এর দীনবন্ধু ঘোষের। সূত্রের খবর, সপ্তাহখানেক আগে থেকেই শারীরিক সমস্যা নিয়ে বেলেঘাটা আইডি ভর্তি ছিলেন তিনি। এর আগেও ভবানীপুরে ডেঙ্গি আক্রান্ত হয় মৃত্যু হয় এক প্রসূতির। উল্লেখ্য বর্ষা পেরিয়ে শীত আসার সময় হয়ে গেলেও রাজ্যে কিছুতেই কমছে না ডেঙ্গির দাপট। ঘটনায় উদ্বেগে প্রশাসন। 

সপ্তাহখানেক আগেই বেলেঘাটা আইডি ভর্তি হন জগদ্দলের ৫৫ বছর বয়সী দীনবন্ধু ঘোষ। সম্প্রতি শারীরিক অস্থার অবনতি হওয়ায় সিসিইউতে স্থানন্তরিত করা হয় তাঁকে। বুধবার রাতে তাঁর মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট ডেঙ্গি সংক্রমণের উল্লেখ্য করা হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কিন্তু বছর ঘুরতে চললেও কেন কমছে না ডেঙ্গু সংক্রমণ? আবহাওয়ার খামখেয়ালিপনাই কি কারণ? কী বলছে প্রশাসন? 

Latest Videos

বিশেষজ্ঞদের একাংশের মতে আবহাওয়ার খামখেয়ালিপনার পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণও এই ডেঙ্গির বারবারন্তের কারণ। একদিকে অক্টোবর শেষ হয়ে নভেম্বর আসতে চললেও পিছু ছাড়ছে না বৃষ্টি। পাশাপাশি অপরিকল্পিতভাবে নগরায়ণকেও ডেঙ্গি সংক্রমণের কারণ হিসেবে দায়ী করছেন বিশেষজ্ঞরা। 

প্রসঙ্গত, শুধু কলকাতা নয় মশাবাহিত রোগের সংক্রমণ বাড়ছে জেলাগুলিতেও। গত পাঁচ বছরের পরিসংখ্যান বলছে,৩৬তম সপ্তাহে ২০১৭ সালে আক্রান্ত হন ৮৪৪ জন এবং ২০১৮ সালে ১৩০৪ জন। ২০২০ সালে অতিমারির সময় বেশ খানিকটা কমেছিল মশাবাহিত রোগের সংক্রমণ। ২০২০ সালে ৮৬ জন ও ২০২১ সালে ১৪১ জন আক্রান্ত হন।  শেষ দুই বছরের মোট আক্রান্তের তুলনায় আট গুণ বৃদ্ধি পেয়েছে চলতি বছরের ১ থেকে ৭ সেপ্টেম্বর। 

শেষ কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতও এই সংক্রমণ বৃদ্ধির কারণ হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। আগামী দু'মাসও থাকবে ডেঙ্গির প্রকোপ। ডিসেম্বর থেকে নিম্নমুখী হতে পারে সংক্রমণের গ্রাফ।
 

পাকিস্তানে গোপন সাইবার-বাহিনী তুরস্কের মদতে, নেতৃত্বে রয়েছে কুখ্যাত টার্কির মন্ত্রী সোয়লু

মেয়ে প্রেমে পড়ায় চরিত্র খারাপ, এই কারণে পরিবারের মান বাঁচাতে কিশোরীকে কুপিয়ে খুন করল বাবা

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে দিল্লিতে তবল, বান্ধীর চিকিৎসার কারণে ইডি দফতরে গরহাজির তিনি

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন