মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও বঞ্চিত ৭ হাজার চাকরি প্রার্থী, বৈঠকে ব্রাত্যকে বললেন টেট উত্তীর্ণরা

বুধবার ২০১৪ সালের প্রাইমারি টেট পাশ ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিক্ষোভকারীদের পক্ষ থেকে ছয়জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে মন্ত্রীর সঙ্গে দেখা করে এবং তাঁদের যাবতীয় দাবিদাওয়ার কথা তুলে ধরবেন বলে জানা যাচ্ছে।

টেট উত্তীর্ণ বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একাদজিক দাবিদাওয়া নিয়ে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর দফতরে পৌঁছন ছয় জনের একটি প্রতিনিধি দল। তাঁদের দীর্ঘদিনের সমস্যার কথা জানাতে এই দিন শিক্ষামন্ত্রীর দফতরে হাজির হন বিক্ষোভকারীদের একাংশ। 

বুধবার ২০১৪ সালের প্রাইমারি টেট পাশ ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিক্ষোভকারীদের পক্ষ থেকে ছয়জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে মন্ত্রীর সঙ্গে দেখা করে এবং তাঁদের যাবতীয় দাবিদাওয়ার কথা তুলে ধরবেন বলে জানা যাচ্ছে। 

Latest Videos

আরও পড়ুনপ্রাথমিক টেটের নিয়োগেও দুর্নীতি? উল্টোডাঙায় পুলিশের সাথে চাকরিপ্রার্থীদের ধুন্ধুমার 


২০২০ সালের ১১ নভেম্বর নবান্নে একটি প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ২০১৪ সালের প্রাইমারি টেট পাস ট্রেন্ড কুড়ি হাজার চাকরিপ্রার্থী থেকে সাড়ে ১৬ হাজার চাকরি প্রার্থীকে খুব তাড়াতাড়ি নিয়োগ করা হবে এবং বাকি প্রার্থীদেরও ধাপে ধাপে খুব শীঘ্রই নিয়োগ করা হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেও পর্ষদের পক্ষ থেকে মাত্র ১৩ হাজার প্রার্থীকে নিয়োগ করা হয় এবং বাকি প্রার্থীদের  নট ইনক্লুডেড ইন দ্যা প্রেজেন্ট মেরিট লিস্ট করে দেওয়া হয়। বিক্ষোভকারীরা প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রীর নিশ্চিতকরনের পরেও কেন সকল প্রার্থীদের ইনক্লুড করা হল না? সকল প্রার্থীকে ইনক্লুড করা হবে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরও কেন ৭ হাজার প্রার্থী বঞ্চিত হল? 

আরও পড়ুনটেট চাকরিপ্রার্থীদের নিয়োগে সুরাহা? জরুরি বৈঠক ডাকলেন ব্রাত্য বসু


এইসব একাধিক প্রশ্ন সহ অবিলম্বে চাকরির দাবিতে  শহীদ মিনারের সামনে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্ণা মঞ্চ তৈরি করে বিক্ষোভ দেখাচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীরা। 
শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে এই বিষয় এক প্রতিনিধির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,"আমরা গত দেড় বছর ধরে নিজেদের সমস্যা জানানোর জন্য এরকমই একটা সুযোগের অপেক্ষা করছিলাম। আশা করছি শিক্ষামন্ত্রী আমাদের সমস্যা শুনবেন এবং তার দ্রুত প্রতিকার করার ব্যবস্থা করবেন।"

আরও পড়ুন'পশ্চিমবঙ্গে টাকা না দিলে চাকরি পাওয়া যায় না', TET নিয়ে চড়া সুরে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)