"আমরা কাউকে খুশি করার জন্য রাজনীতি করছি না", দলের অস্বস্তির পরোয়া না করে দিলীপ রইলেন দিলীপেই

দলের অস্বস্তির তোয়াক্কা না করে মঙ্গলবারও নিজের বক্তব্যে অবিচল থাকলেন দিলীপ। উলটে তিনি যে কাউকে খুশি করার রাজনীতি করেন না তাও এদিন স্পষ্ট জানিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

গত দু'দিন ধরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে রীতিমত অস্বস্তিতে বিজেপির কেন্দ্র  তথা রাজ্য নেতৃত্ব। তাঁর সিবিআই নিয়ে মন্তব্যের জেরে যথেষ্ট ক্ষুব্ধ দলের কেন্দ্রীয় নেতৃত্ব তা ইতিমধ্যে ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছে বিজেপি। তবু দলের অস্বস্তির তোয়াক্কা না করে মঙ্গলবারও নিজের বক্তব্যে অবিচল থাকলেন দিলীপ। উলটে তিনি যে কাউকে খুশি করার রাজনীতি করেন না তাও এদিন স্পষ্ট জানিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। 
গত রবিবার ও সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা ও বিশ্বাসযোগ্যতা  নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। এমনকি তৃণমূলের কাছে কোটি কোটি টাকায় সিবিআই বিক্রি হয়ে গিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দিলীপের এই 'সেটিং' তত্ত্ব ঘিরে একদিকে যেমন অস্বস্তি দেখা দেয় ঘাসফুল শিবিরে তেমনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সিবিআই এর বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন তোলায় ক্ষোভ বাড়তে থাকে গেরুয়া শিবিরেও। 
তাঁর এই মন্তব্যের হিন্দি ও ইংরেজি অনুবাদ চেয়ে রিপোর্ট তলব করেন  স্বয়ং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে সিবিআই যেহেতু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পার্সোনেল' মন্ত্রকের আওতাভুক্ত তাই রাজ্য বিজেপির কাছে রিপোর্ট তলব করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। 

আরও পড়ুন"সিবিআই-কে বিশ্বাস করেছিলাম, কিন্তু ওরা ন্যায় দিতে পারেনি", সেটিং তত্ত্বে ফের ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ

Latest Videos


তবে এইসবের পরোয়া যে দিলীপ ঘোষ করেন না তা মঙ্গলবার আরও একবার বুঝিয়ে দিলেন তিনি। মঙ্গলবার সকালে প্রাতভ্রমণে বেরিয়ে তাঁকে দলের অস্বস্তির বিষয় প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জবাব দেন,‘‘বিচার না পেলে বলতে পারব না? কার সিবিআই দেখার দরকার নেই। পাবলিকের টাকায় চলছে আমাদের দেশের একটা সংস্থা। তাদের উপর আমার ভরসা আছে। যখন ভরসা থাকে না তখনই প্রশ্ন তুলি।’’
কেন্দ্রের তরফ থেকে রিপোর্ট তলব প্রসঙ্গে দিলীপ জানান,  ‘‘ভোট পরবর্তী হিংসায় ৬০ জন মারা গিয়েছেন। কাউকে বিচার দিতে পেরেছি? কত জন বিজেপি কর্মীর পরিবারকে সুবিচার দিতে পেরেছি? এই প্রশ্ন তুললে যদি কারও খারাপ লাগে, লাগতেই পারে। কিন্তু আমরা কাউকে খুশি করার জন্য রাজনীতি করছি না। আমরা বাংলার সাধারণ মানুষের অধিকারের জন্য রাজনীতি করছি। কোর্টে গিয়েছিলাম। সিবিআই চেয়েছিলাম। সিবিআই যদি না করে সেই কাজ, তবে আমরা বলব না?’’

আরও পড়ুনদীলিপ ঘোষের 'সিবিআই সেটিং' মন্তব্যে ক্ষুব্ধ শীর্ষ বিজেপি, রিপোর্ট তলব অমিত শাহ-জেপি নাড্ডার 

সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কের কাছে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ। সেদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁর রবিবারের 'সেটিং' মন্তব্য ঘিরে বিতর্কের জবাবে দিলীপ বলেন, ‘‘আমি আমার দুঃখের কথা বলেছি। নির্বাচনের পর আমার ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছিল। সিবিআইকে তার তদন্তের দায়িত্ব দিয়েছিল কোর্ট। ওরা কত জনকে সাজা দিয়েছে? এফআইআরই করতে পারেনি। আমরা তো সিবিআইকেই বিশ্বাস করেছিলাম। ওরা ন্যায় দিতে পারেনি।’’ 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024