দোল উৎসবে মেতেছে বাংলা, আবির-রঙ ও পিচকারি নিয়ে মাতোয়ারা শহরবাসী

Published : Mar 09, 2020, 12:58 PM ISTUpdated : Mar 09, 2020, 01:19 PM IST
দোল উৎসবে মেতেছে বাংলা, আবির-রঙ ও পিচকারি নিয়ে  মাতোয়ারা শহরবাসী

সংক্ষিপ্ত

কলকাতা সহ রাজ্য আজ দোল উৎসবে মেতে উঠেছে  কৃষ্ণচূড়া আর রক্তকাঞ্চনের ডালে ডালে রঙের উচ্ছ্বলতা  আবির, রঙ ও পিচকারি নিয়ে  মাতোয়ারা শহরবাসীরা  দোল নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন, নজর রাখা হচ্ছে শহরে   

আজ সোমবার দোলযাত্রা। কলকাতা সহ রাজ্য আজ দোল উৎসবে মেতে উঠেছে৷ অশোক, পলাশ, কৃষ্ণচূড়া আর রক্তকাঞ্চনের ডালে ডালে রঙের উচ্ছ্বলতা।  রঙের উৎসবে মেতে বাংলা ৷ বিভিন্ন এলাকায় চলছে বসন্তোৎসব৷ আবির, রঙ ও পিচকারি নিয়ে রং খেলায় মাতোয়ারা  শহরের ছেলে-মেয়েরা।

আরও পড়ুন, রাজ্য়সভায় বাম-কংগ্রেসের প্রার্থী কি কানহাইয়া,নাম ঘিরে জোর জল্পনা

আজ বসন্তের বাতাসে রঙের ছড়াছড়ি। আবির, রঙ ও পিচকারি নিয়ে রং খেলায় মাতোয়ারা  শহরের ছেলে-মেয়েরা। বসন্তের নবীন পাতায় হিল্লোল জাগায় যে রং, আজ সেই রং-এর উৎসব।  বসন্ত কবেই এসে গিয়েছে। তবে দোল না এলে বসন্তের সেই পূর্ণতা যেনও অধরাই থেকে যায়। শুধু একে অপরকে রং দেওয়া নয়, বাংলার এক এক প্রান্তে দেখা যায় নানা ধরনের দোল উৎসব ও পুজো পদ্ধতি।

আৎও পড়ুন, সিসিটিভি থাকতেও পালাল ১৩ জন নাবালক বন্দি, আড়িয়াদহের ধ্রুব আশ্রম ঘিরে রহস্য

দোল নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। নজর রাখা হচ্ছে শহরতলির অলিগলিতে। পাশাপাশি জানানো হয়েছে, জোর করে রঙ মাখালে করতে হবে হাজত বাস। তবে শান্তিনিকেতনে এবার হচ্ছে না বসন্তোৎসব ৷ করোনা সতর্কতায় বাতিল বসন্তোৎসব৷ দোলের দিন বন্ধ থাকছে বিশ্বভারতীর ক্যাম্পাস৷

আরও পড়ুন, দোল উৎসবে হালকা বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, তাপমাত্রা স্বাভাবিকের দুই ডিগ্রি নিচে

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের