দোল উৎসবে মেতেছে বাংলা, আবির-রঙ ও পিচকারি নিয়ে মাতোয়ারা শহরবাসী

  • কলকাতা সহ রাজ্য আজ দোল উৎসবে মেতে উঠেছে
  •  কৃষ্ণচূড়া আর রক্তকাঞ্চনের ডালে ডালে রঙের উচ্ছ্বলতা 
  • আবির, রঙ ও পিচকারি নিয়ে  মাতোয়ারা শহরবাসীরা 
  • দোল নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন, নজর রাখা হচ্ছে শহরে 
     

আজ সোমবার দোলযাত্রা। কলকাতা সহ রাজ্য আজ দোল উৎসবে মেতে উঠেছে৷ অশোক, পলাশ, কৃষ্ণচূড়া আর রক্তকাঞ্চনের ডালে ডালে রঙের উচ্ছ্বলতা।  রঙের উৎসবে মেতে বাংলা ৷ বিভিন্ন এলাকায় চলছে বসন্তোৎসব৷ আবির, রঙ ও পিচকারি নিয়ে রং খেলায় মাতোয়ারা  শহরের ছেলে-মেয়েরা।

আরও পড়ুন, রাজ্য়সভায় বাম-কংগ্রেসের প্রার্থী কি কানহাইয়া,নাম ঘিরে জোর জল্পনা

Latest Videos

আজ বসন্তের বাতাসে রঙের ছড়াছড়ি। আবির, রঙ ও পিচকারি নিয়ে রং খেলায় মাতোয়ারা  শহরের ছেলে-মেয়েরা। বসন্তের নবীন পাতায় হিল্লোল জাগায় যে রং, আজ সেই রং-এর উৎসব।  বসন্ত কবেই এসে গিয়েছে। তবে দোল না এলে বসন্তের সেই পূর্ণতা যেনও অধরাই থেকে যায়। শুধু একে অপরকে রং দেওয়া নয়, বাংলার এক এক প্রান্তে দেখা যায় নানা ধরনের দোল উৎসব ও পুজো পদ্ধতি।

আৎও পড়ুন, সিসিটিভি থাকতেও পালাল ১৩ জন নাবালক বন্দি, আড়িয়াদহের ধ্রুব আশ্রম ঘিরে রহস্য

দোল নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। নজর রাখা হচ্ছে শহরতলির অলিগলিতে। পাশাপাশি জানানো হয়েছে, জোর করে রঙ মাখালে করতে হবে হাজত বাস। তবে শান্তিনিকেতনে এবার হচ্ছে না বসন্তোৎসব ৷ করোনা সতর্কতায় বাতিল বসন্তোৎসব৷ দোলের দিন বন্ধ থাকছে বিশ্বভারতীর ক্যাম্পাস৷

আরও পড়ুন, দোল উৎসবে হালকা বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, তাপমাত্রা স্বাভাবিকের দুই ডিগ্রি নিচে

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News