দুর্গা পুজোয় উপহার রাজ্যের প্রযুক্তিবিদদের, কী ঘোষণা করলেন মমতা

Published : Oct 18, 2020, 11:40 AM ISTUpdated : Oct 18, 2020, 11:43 AM IST
দুর্গা পুজোয় উপহার রাজ্যের প্রযুক্তিবিদদের, কী ঘোষণা করলেন মমতা

সংক্ষিপ্ত

দুর্গা পুজো উপলক্ষে উপহার দেবার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার  ৬০ বছর অবধি চাকরির নিশ্চয়তা সহ একাধিক সুবিধা আইটি কর্মীদের  আইটি প্রোফেশনালরাই বাংলার ই-পরিষেবাকে সমৃদ্ধ করেছে   মহিলাদের জন্যও রয়েছে তিন খাতে ছুটি, বলে জানান মুখ্যমন্ত্রী 

দুর্গা পুজো উপলক্ষে উপহার দেবার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ঘোষণা করেছেন যে সরকারী ওয়েবেল লিমিটেডের কর্মচারী এবং জড়িত এজেন্সিগুলির প্রযুক্তিগুলি এখন রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী হিসাবে বিবেচিত হবে।

 

 

আরও পড়ুন, করোনা আক্রান্ত শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি, কো-মর্বিডিটি থাকায় উদ্বেগে চিকিৎসকেরা

ই-পরিষেবাকে সমৃদ্ধ করে এগিয়ে নিয়ে চলছে 'এরাই'


শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন যে, তাঁর এই ঘোষণার সঙ্গে সঙ্গে ৬০ বছর বয়স অবধি চাকরির নিশ্চয়তা সহ একাধিক সুবিধা পাবেন। মমতা এবিষয়ে টুইট করে জানিয়েছেন, বাংলা তথ্য-প্রযুক্তিগত রাজ্য হিসেবে এগিয়ে এবং তথ্য-প্রযুক্তি অর্থাৎ আইটি প্রোফেশনালদের উপহার দেবার ঘোষণা করতে পেরে তিনি খুব খুশি। আইটি প্রোফেশনালরাই বাংলার ই-পরিষেবাকে সমৃদ্ধ করে এগিয়ে নিয়ে চলছে বলে মুখ্য়মন্ত্রীর দাবি।

আরও পড়ুন, অক্সিজেন সাপোর্ট ছাড়াই রাতে ভাল ঘুম সৌমিত্র-র, আচ্ছন্ন ভাব কাটলেই মিলতে পারে ছুটি

 

 

৩ লক্ষ টাকা টার্মিল্য়াল বেনিফিট

অপরদিকে মহিলাদের জন্য প্রসুতি অবস্থায় ছুটি সহ বার্ষিক ৩০ দিন এবং ১০ দিন মেডিক্য়াল ছুটি দেওয়া হবে। ৬০ বছর অবধি চাকরির নিশ্চয়তা থাকবে এবং ৩ লক্ষ টাকা টার্মিল্য়াল বেনিফিট বা সুবিধার আওতায়ও পড়বেন তাঁরা বলে জানান মুখ্যমন্ত্রী।

 

 

 

PREV
click me!

Recommended Stories

পরিবার, বিবাহ শারীরিক তৃপ্তির উপায় নয়, Live In সম্পর্ক থেকে সন্তানের সংখ্য়া নিয়ে খোলাখুলি মোহন ভাগবত
Mohan Bhagwat : বাবরি মসজিদ বানানো! হুমায়ুন কবীরকে পাল্টা হুঁশিয়ারি মোহন ভাগবতের