গড়িয়াহাটের পণ্ডিতিয়া রোডে আরও এক ফ্ল্যাটে তল্লাশি ইডির, অর্পিতার নামে ফ্ল্যাট কেনেন পার্থ

টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এবারও কি একই ঘটনা ঘটবে পণ্ডিতিয়া রোডের ফ্ল্যাটেও? তদন্তের দিকে নজর গোটা বাংলার। 

"এই টাকা আমার অজান্তে ফ্ল্যাটে রাখা হয়েছিল", জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অর্পিতা মুখোপাধ্যায়ের। তাহলে, নিজের ব্যবহার করা এতগুলি ফ্ল্যাট নিয়েও কি অবগত ছিলেন না পার্থর বান্ধবী? তার মানে, এখনও যদি অন্যান্য ফ্ল্যাটগুলিতে রাশি রাশি টাকা থেকে থাকে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অর্পিতাকে জেরা করে পাওয়া তথ্য অনুসারেই দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোডের অভিজাত আবাসন ফোর্ট ওয়েসিসে পৌঁছে গিয়েছেন ইডি অফিসাররা। এই আবাসনটির ৬ নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটটি পার্থ চট্টোপাধ্যায়ের বলে জানা গিয়েছে। সোমবার বেলা ১২টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফোর্ট ওয়েসিসে পৌঁছে যান গোয়েন্দারা। ফ্ল্যাটটি ওম ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত করা আছে। সেই ব্যক্তির কোনও হদিস এখনও পাওয়া যায়নি বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবেই ইডি এখন তাঁর খোঁজ শুরু করেছে। ইডি সূত্রে জানা গিয়েছে, এক শিল্পপতির কাছ থেকে উপহার হিসেবে ওই ফ্ল্যাটটি পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী

Latest Videos

ফোর্ট ওয়েসিসে পৌঁছনোর পর ইডি প্রথমেই তলব করে আবাসনের ৬ নম্বর ব্লকের নিরাপত্তারক্ষীকে। তাঁকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ইডি যোগাযোগ করে গড়িয়াহাট থানায়। তড়িঘড়ি ফোর্ট ওয়েসিসে চলে আসেন গড়িয়াহাট থানার এক পুলিশ অফিসার। ডেকে পাঠানো হয় আবাসনের ম্যানেজারকেও। ওই আবাসনের নিরাপত্তা রক্ষীর দাবি, তিনি গত ১০ বছর ধরে এই আবাসনে নিরাপত্তার কাজ করছেন। ফ্ল্যাটটি বরাবর বন্ধই থাকতে দেখেছেন তিনি। পার্থ, অর্পিতা বা অন্য কাউকে কখনও আসতে দেখেননি।

ওই আবাসনে গোয়েন্দাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মীও। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, কলকাতার কোনও নামজাদা শিল্পপতির কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায় এই  ফ্ল্যাটটি উপহার হিসেবে পেয়েছিলেন ২০১৫-১৬ সাল নাগাদ, যে সময়ে তিনি আসীন ছিলেন বাংলার শিক্ষামন্ত্রীর পদে। দক্ষিণ কলকাতার এই বন্ধ ফ্ল্যাটটিতেও কোটি কোটি টাকা লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে বলে সন্দেহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর। তবে, আজও টালিগঞ্জের ফ্ল্যাটের ২০ কোটি উদ্ধারের মতো চারিদিকে হইচই ফেলে দেওয়া খবর পশ্চিমবঙ্গ জুড়ে আবার আসতে পারে কিনা, তার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়তো আগামি কয়েক ঘণ্টার মধ্যেই।

আরও পড়ুন-
অর্পিতার পার্লার, ফ্ল্যাট সহ কলকাতার সর্বত্র ইডি-র চিরুনি তল্লাশি
অর্পিতার চাই কফি, ড্রাই ফ্রুটস, পার্থর দাবি খাসির মাংস, ইডি হেফাজতে এলাহি আয়োজন?
মৃত ব্যক্তিদের নামে অর্পিতার ব্যাংক অ্যাকাউন্ট, প্ল্যানে ছিল ফিল্ম সিটি?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন