পূর্ণমন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক। পূর্ণমন্ত্রী হচ্ছেন উদয়ন গুহ, প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হতে পারেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
রদবদল শেষ। রাজ্য মন্ত্রিসভায় আসতে চলেছেন ৮ জন নতুন মুখ। মমতা মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক। পূর্ণমন্ত্রী হচ্ছেন উদয়ন গুহ, প্রদীপ মজুমদার। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হতে পারেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হতে পারেন বিপ্লব রায়চৗধুরী। শুধু প্রতিমন্ত্রী হতে পারেন সত্যজিত্ বর্মন, তাজমুল হোসেন। রদবদল হতে চলেছে। সোমবার এমনটাই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মন্ত্রিসভায় নতুন কিছু নাম অন্তর্ভুক্ত করা হবে। একইসঙ্গে পুরোনো কয়েকজন মন্ত্রীকে সংগঠনের বড় দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, 'তরুণদের' দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি চার থেকে পাঁচ জন নতুন মুখ অন্তর্ভুক্ত করবেন। তিনি বলেছিলেন, 'সুব্রত মুখোপাধ্যায় এবং সাধন পান্ডে মারা গেছেন। পার্থ দা জেলে। তার কাছে পঞ্চায়েত, শিল্প, উপভোক্তা এবং অনেক গুরুত্বপূর্ণ বিভাগ ছিল। আমি আর চাপ সামলাতে পারছি না। তাদের অবর্তমানে এসব বিভাগ দেখবে কে? এজন্য আমাকে নতুন মুখ অন্তর্ভুক্ত করতে হবে। কয়েকজন নেতাকে দলীয় সংগঠনেও পাঠানো হবে। তাই বুধবার আমরা বিকাল চারটেয় একটি ছোট রদবদল করব"।
বিশেষ সূত্রে খবর ছিল, স্নেহাশিস চক্রবর্তী, তাপস রায়, উদয়ন গুহ, জাকির হুসেন, সুব্রত মণ্ডল, পার্থ ভৌমিক এবং বাবুল সুপ্রিয়র নাম মন্ত্রীত্বের দৌড়ে রয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অতীতে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তাঁর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বাবুল সুপ্রিয়র নাম বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে তাপস রায় ও জাকির হুসেন অতীতেও মন্ত্রিসভার সদস্য ছিলেন। বিকেল চারটেয় শুরু হবে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল লা গণেশন।
রাজভবনে উপস্থিত হন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। অন্যদিকে, আমন্ত্রণ জানানো হয়েছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আমন্ত্রণ জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তবে তাঁর উপস্থিত হওয়া নিয়ে সংশয় ছিল।
রাজভবনে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ সম্পন্ন হয় বিকেল চারটের পর। মোট ন’জন শপথ নিলেন। আট জন নতুন মন্ত্রী হলেন। প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্ব পেলেন বীরবাহা হাঁসদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা সম্পূর্ণ হয় এদিন। নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বন্টন খুব তাড়াতাড়ি হবে বলেই জানানো হয়েছে।