খবর দিল ফেসবুক, আত্মহত্যা করার আগেই যুবকের বাড়িতে কলকাতা পুলিশ

  • সোমবার রাতের ঘটনা
  • আত্মহত্যা করবেন বলে ফেসবুকে পোস্ট করেন যুবক
  • কলকাতা পুলিশকে সতর্ক করে ফেসবুক
  • যুবকের বাড়ির ঠিকানা বের করে তাঁকে নিরস্ত করে পুলিশ

debamoy ghosh | Published : Jul 23, 2019 10:08 AM IST

ফেসবুকের থেকে খবর পেয়ে এক যুবককে আত্মঘাতী হওয়ার আগেই বাঁচাল পুলিশ। সোমবার রাতে এমনই ঘটনা ঘটেছে কসবা থানা এলাকায়। 

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার রাতে ফেসবুক কর্তৃপক্ষের তরফে একটি ই মেল পাঠানো হয় তাদের। সেখানে এক যুবকের নাম উল্লেখ করে বলা হয়, তিনি ফেসবুকে একটি ভিডিও আপলোড করে আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন। 

আরও পড়ুন- সোনা-নগদ লুটে নেতৃত্বে কলকাতা পুলিশের এসআই! গোয়েন্দাদের জালে ৩

আরও পড়ুন- প্রাক্তন প্রেমিকার গোপন ছবি ফেসবুকে, রাগ মেটাতে গিয়ে বিপাকে যুবক

এর পরেই ওই ফেসবুক ব্যবহারকারীর আইপি অ্যাডড্রেস খতিয়ে দেখে তার বাড়ির ঠিকানা বের করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেল। জানা যায়, যুবকের বাড়ি কসবা থানা এলাকায়। এর পরেই দ্রুত লালবাজারের তরফে বিষয়টি কসবা থানায় জানানো হয়। খবর পেয়ে ওই যুবকের বাড়িতে পৌঁছন কসবা থানার কর্তব্যরত অফিসার। অনেক বুঝিয়ে ওই যুবককে নিরস্ত করা হয়। 

তবে ঠিক কী কারণে যুবক আত্মত্যার করার কথা বলেছিলেন, তা জানা সম্ভব হয়নি। পুলিশের তরফে বিষয়টি যুবকের পরিবারকে জানানো হয়েছে। পাশাপাশি তাঁর কাউন্সিলিংয়েরও ব্যবস্থা করছে পুলিশ। 
 

Share this article
click me!