Cartoonist Narayan Debnath: নারায়ণ দেবনাথের শেষকৃত্য সম্পন্ন হবে শিবপুরে, বাড়ি থেকে শুরু শেষযাত্রা

দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন নারায়ণ দেবনাথ। বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। গত ২৫ দিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। ৯৮ বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সকাল ১০.১৬ মিনিটে মৃত্যু হয় বিশিষ্ট কার্টুনিস্টি নারায়ণ দেবনাথের। হাসপাতাল সূত্রের খবর, সোমবার রাত পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। এদিন সকাল থেকেই রক্তের চাপ কমে যায়। তারপর চিকিৎসকদের সকল চেষ্টার বৃথা করে তিনি চির বিদায় নেয়। 

Web Desk - ANB | Published : Jan 18, 2022 7:41 AM IST

আজই (মঙ্গলবার) শেষ কৃত্যসম্পন্ন হবে প্রয়াত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের। এদিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রের খবর এদিন দুপুর দেড়টার সময় তাঁকে প্রয়াত নারায়ণ দেবনাথের দেহ তাঁর শিবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হবে। শিবপুর শ্মশানেই শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। 

দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন নারায়ণ দেবনাথ। বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। গত ২৫ দিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। ৯৮ বছর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন সকাল ১০.১৬ মিনিটে মৃত্যু হয় বিশিষ্ট কার্টুনিস্টি নারায়ণ দেবনাথের। হাসপাতাল সূত্রের খবর, সোমবার রাত পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। এদিন সকাল থেকেই রক্তের চাপ কমে যায়। তারপর চিকিৎসকদের সকল চেষ্টার বৃথা করে তিনি চির বিদায় নেয়। 

নারায়ণ দেবনাথের পৈত্রিক বাড়ি হাওড়ার শিবপুরে। দেশভাগের পর তাঁর পরিবারের সদস্যরা এই দেশে চলে আসে। শিবপুরে বাড়ি তৈরি করেছিলেন তাঁর বাবা ও জ্যাটারা। সেখানেই আজীবন থেকেছেন তিনি। আর্ট কলেজের ছাত্র ছিলেন নায়ারণ দেবনাথ। কর্মজীবনের প্রথম দিকে বইয়ের প্রচ্ছেদ আঁকতেন তিনি। প্রকাসকরাও তাঁকে পছন্দ করতেন। ছোটদের বইতেই তিনি মূলত কাজ করতেন। তারপর আসে শুকতারা। এই ম্যাগাজিন আর নারায়ণ দেবনাথের নাম প্রায় ওতপ্রতোভাবে জড়িয়ে রয়েছে। শুকতারায় নিয়মিত কাজ শুরু করেন নায়ারণ দেবনাথ। বাংলার কার্টুন জগতে তিনি একটি নিজস্ব ধারা তৈরি করেছিবেন। 

তাঁর গুণমুগ্ধদের কথায় নায়ারণ দেবনাথ কার্টুন চরিত্রগুলিকেই বাস্তবের ছোঁয়া দেওয়ার কাজে পারদর্শী ছিলেন। তিনি নিজেও একাধিকবার বলেছেন প্রয়োজনে কলেজস্ট্রিটের বইপাড়ার ফুটপাথ থেকে শুরু করে ন্য়াশানা লাইব্রেরি পর্যন্ত ছুটতেন। এদিন তাঁর মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শ্রদ্ধা জানান। রাজ্য সরকারের পক্ষ থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। 

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, তিনি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও  অনুরাগীদের  আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। এছাড়াও নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেও শোক প্রকাশ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছেন, তাঁর তৈরি কার্টুন চরিত্রগুলি আজও সকলের মন জয় করে নেয়। এই চরিত্রগুলি কোনও দিনও ভোলা যাবে না বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন রাজ্য সরকার ২০১৩ সালে বাংলার সর্বোচ্চ পুরষ্কার বঙ্গ বিভূষম সম্মান প্রদান করেছিল। তাতে রাজ্য সরকার যথেষ্ট গর্ববোধ করেছিল বলেও জানিয়েছেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় আরও বলেন, নারায়ণ দেবনাথের মৃত্যুতে সাহিত্য ও সৃজনশীল জগতের যথেষ্ট ক্ষতি হয়েছে। 
 

Share this article
click me!