৪০ দিনের লড়াই শেষ, সৌমিত্রকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্রসদনে অনুরাগীদের ভিড়

  • রবীন্দ্রসদনে শায়িত সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের মরদেহ
  • সেখানে শেষ শ্রদ্ধা জানাতে অনুরাগীদের ভিড়
  • টেকনিশিয়ান স্টুডিওতে শ্রদ্ধা জানাতে ভিড়
  • প্রিয় অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ সিনেমা জগৎ

Asianet News Bangla | Published : Nov 15, 2020 11:27 AM IST / Updated: Nov 15 2020, 05:01 PM IST

ছিয়াশি বছর বয়সে বাংলার প্রতিভাবান অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ সিনেমা জগৎ। গভীর শোকপ্রকাশ করেছেন অনুরাগীরাও। রবীন্দ্রসদনে অভিনেতার মরদেহ পৌঁছতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানালেন অনুরাগীরা। কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২.১৫ নাগাদ মৃত্যু হয় প্রিয় অভিনেতার। বেলা সাড়ে তিনটে নাগাদ রবীন্দ্রসদনে পৌঁছায় অভিনেতার মরদেহ।

আরও পজ়ুন-'বহুমুখী প্রতিভাবান ছিলেন সৌমিত্র, তাঁর প্রয়াণে বাংলার অপূরণীয় ক্ষতি', প্রতিক্রিয়া প্রদীপ ভট্টাচার্য


অভিনেতার মৃত্যুর পর তাঁর গল্ফগ্রিনের বাড়িতে মরদেহে নিয়ে যাওয়া হয়। সেখাতে প্রিয় অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান অনুরাগীরা। তারপর, দেহ নিয়ে যাওয়া টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান টালিগঞ্জের কুলাকুশলীরা। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্রসদনে।

আরও পড়ুন-'এই শূন্যতা পূরণ করা কঠিন', সৌমিত্রর প্রয়াণে গভীর শোকপ্রকাশ রাজ্যপালের

রবীন্দ্রসদনে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্য়ায়কে শেষ শ্রদ্ধা জানান অনুরাগীরা। করোনা পরিস্থিতির মধ্যেও কলকাতার বাইরে থেকেও অনুরাগীরা এসে রবীন্দ্রসদনে ভিড় করেন। তাঁকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান গুণমুগ্ধরা। রবীন্দ্রসদনে প্রায় দু ঘণ্টা শায়িত রাখা হয় প্রিয় অভিনেতার মরদেহ।  বেলভিউ হাসপাতালে অভিনেতার মৃত্যুর পর, সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কথা বলেন সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের মেয়ে পৌলমীর সঙ্গে। সেখানে ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী, কৌশিক সেন, ঋদ্ধি সেন সহ আরও অনেকে।
 
 

Share this article
click me!