তাড়া করছে সংক্রমণ, নবান্ন থেকে তড়িঘড়ি দফতর সরছে মুখ্যমন্ত্রীর

  • করোনা ভয়ে এবার খোদ নবান্ন ছাড়তে হচ্ছে মুখ্যমন্ত্রীকে
  • নীচ থেকে একেবারে ১৪ তলা পর্যন্ত ছ়ড়িয়েছে সংক্রমণ
  •  আর ঝুঁকি নিতে চাইছে না মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকরা
  • শীঘ্রই নবান্নর ঢিল ছোড়া দূরত্বে সরানো হবে মুখ্যমন্ত্রীর দফতর  

করোনা ভয়ে এবার খোদ নবান্ন ছাড়তে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। নীচ থেকে একেবারে ১৪ তলা পর্যন্ত ছ়ড়িয়েছে সংক্রমণ। প্রায কোনও না কোনও আধিকারিক বা কর্মী করোনায় সংক্রমিত হচ্ছেন। যার জন্য় আর ঝুঁকি নিতে চাইছে না মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিকরা। ঠিক হয়েছে, শীঘ্রই নবান্নর ঢিল ছোড়া দূরত্ব অ্যানেক্স বিল্ডিংয়ে সরানো হবে মুখ্যমন্ত্রীর দফতর। অগস্টে বা সেপ্টেম্বরের শুরুতেই উপান্ন থেকে কাজ করবেন মুখ্যমন্ত্রী।

হাতে ঘাসফুল-মনে পদ্মফুল, দলের 'গদ্দারদের' নিয়ে চিন্তায় তৃণমূল

Latest Videos

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কোনও আধিকারিকেরও প্রবেশের অনুমতি  থাকবে না উপান্নে। কেবল মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানকারী নিরাপত্তা আধিকারিকরাই তার কাছে যাওয়ার অধিকার পাবেন। মূলত, উপান্নে মুখ্যমন্ত্রীর দফতার যাওয়ার পর নতুন করে আর কোনও ঝুঁকি নেবেন না তারা।

লকডাউনে শহরে পুলিশি তৎপরতা, তবু জুটল না রক্তাক্ত জখম কিশোরের জন্য অ্য়াম্বুল্য়ান্স

গত ২২ জুলাই তিনতলার এই নতুন ভবনটির উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মুখ্যসচিব ছাড়াও মুখ্যমন্ত্রীর দফতরের (সিএমও) কেবল কয়েকজন আধিকারিকের দফতরই থাকবে এখানে। তবে এখন নতুন করে সেই নিয়ম প্রযোজ্য  হবে কিনা তা মুখ্যমন্ত্রীই ঠিক করবেন।

বিজেপি ছেড়ে 'ঘরে ফিরছেন' তৃণমূলের একাধিক নেতা, কী বলছেন দিলীপ.

পরিসংখ্য়ান বলছে, বিগত ২ মাসে নবান্নে বার বার করোনা আক্রান্ত হয়েছেন অফিসার. হাউসকিপার, গাড়ির চালকরা। হিগত কিছুদিন দেখা গিয়েছে, বার বরা নবান্নের কাজ বন্ধ রেখে পুরো বিল্ডিং স্যানিটাইজ করতে হয়েছে। যার ফলে ব্যাহত হয়েছে প্রশাসনিক কাজ। সেই কারণে উপান্নতে মুখ্যমন্ত্রীর দফতর সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ফক্সওয়াগনের পাশে আর অন্য কোনও গাড়ি রাখা যাবে না। 

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর