কসবার বহুতলে আগুন, আতঙ্কে খালি পায়ে বেরিয়ে পড়েন এলাকাবাসী

  • ফের অগ্নিকাণ্ড কলকাতার বুকে 
  • আগুন লাগল কসবার এক বহুতলে 
  • ঘটনাস্থলে পৌঁছে যায় ৪টি ইঞ্জিন 
  • এলাকায় ব্য়াপক চাঞ্চল্যের সৃষ্টি হয় 

ফের অগ্নিকাণ্ড কলকাতার বুকে। বৃহস্পতিবার সাতসকালে নাগাদ আগুন লাগল কসবার এক বহুতলে।  ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ৪টি  ইঞ্জিন।প্রাথমিক তদন্তের পর অনুমান, শট সার্কিটের জেরে আগুন লাগতে পারে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন, কলকাতা মেট্রো ছত্রিশ ছুঁইছুঁই, ছবিতে ফিরে দেখা যাক সেই ইতিহাস

Latest Videos

সূত্রের খবর, কসবা এলাকার ওই বহুতল শুটিং স্পট হিসেবে ভাড়া দেওয়া হত।  জানা গিয়েছে, বৃহস্পতিবার কোনও শুটিং দল সেখানে ছিল না। স্থানীয় সূত্রে খবর,  বৃহস্পতিবার সকাল তখন সাড়ে দশটা নাগাদ আগুন লাগে কলকাতার অ্যাক্রোপলিস মলের কাছে শান্তিপল্লীর একটি বাড়িতে। তখনই দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে যায় ৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎ‍‌পরতার সঙ্গেই চলে আগুন নেভানোর কাজ।   ঘিঞ্জি এলাকার দরুণ দ্রুত আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষর্শীদের কথায়, আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই বাড়ি থেকে একপ্রকার খালি পায়ে রাস্তায় বেরিয়ে পড়েন এলাকাবাসী।

আরও পড়ুন, যান্ত্রিক কারণে বন্ধ ১০০ ডায়াল, নতুন হেল্পলাইন চালু করল কলকাতা পুলিশ


সূত্রের খবর, প্রাথমিক তদন্তের পর অনুমান শট সার্কিটের জেরে আগুন লাগতে পারে। যদিও, সে কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও ভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। আগুন লাগার ঘটনায় কসবার ওই এলাকায় ব্য়াপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


 

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today