ফের কলকাতা অগ্নিকাণ্ড, তপসিয়ার ঘিঞ্জি এলাকায় জুতোর কারখানায় আগুন

তপসিয়ার একটি জুতোর কারখানায় আগুন লাগে দুপুরবেলা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৬টি ইঞ্জিন। 
 

ফের কলকাতায় অগ্নিকাণ্ড। তপসিয়ার একটি জুতোর কারখানায় ভয়াবহ আগুন লাগে। এখনও পর্যন্ত জুতো কারখানার ভেতরে কেউ আছে কিনা সে বিষয়ে কোন রকম খবর পাওয়া যায়নি । তবে কেউ আটকে থাকার সম্ভাবনা খুবই কম।  ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।  জুতোর কারখানা - তাই দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 


দুপুর সাড়ে ১২টা নাগাদ জুতোর কারখানায় আগুন লাগে। স্থানীয় প্রথম আগুনের শিখা দেখতে পেয়ে ছুটে আসেন। তাঁরা প্রথম আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর আকার নেয়। খবর দেওয়া হয় দমকলে। প্রথমে পাঁচটি ইঞ্জিন আসে। তারপর আরও একটি ইঞ্জিন  নিয়ে আসা হয়। 

Latest Videos

তপসিয়া রীতিমত ঘিঞ্জি এলাকা। তাই আগুনকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেখানে আগুন লেগেছে সেখানে ছোট ছোট অনেক জুতোর কারখানা -সহ আরও বেশ কিছু কারখানা রয়েছে। তাই আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। তবে কী থেকে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের অভিযোগ জুতোর কারখানায় কাজ চলছিল। অসতর্কতার কারণেই আগুন লেগে যায়। দাগ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকল সূত্রের খবর অগ্নিদগ্ধ কারখানার অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হবে। অন্যদিকে এই এলাকাটি সংকীর্ণ। রাস্তাও সরু। সেই কারণে আগুন নেভাতে রীতিমত বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদের।  জুতোর কারখানায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ঘটনাস্থানে ছিলেব স্থানীয় কাউন্সিলর। 
 

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর