টালিগঞ্জের প্রোডাকশন হাউসের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

দিনের শুরুতে ভয়াবহ আগুন স্টুডিও পাড়ায়। টালিগঞ্জের একটি প্রডাকশন সংস্থার গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে রয়েছে ১৫টি ইঞ্জিন। টালিগঞ্জের কুঁদঘাট এলাকায় ওই প্রোডাকশান সংস্থার গুদাম।

Web Desk - ANB | Published : Oct 13, 2022 3:43 AM IST / Updated: Oct 13 2022, 09:34 AM IST

দিনের শুরুতে ভয়াবহ আগুন স্টুডিও পাড়ায়। টালিগঞ্জের একটি প্রডাকশন সংস্থার গুদামে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে রয়েছে ১৫টি ইঞ্জিন। টালিগঞ্জের কুঁদঘাট এলাকায় ওই প্রোডাকশান সংস্থার গুদাম। ঘটনাস্থলে রয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাস। 

বাবুরাম ঘোষ রোডের ঘনবসতি পূর্ণ এলাকায় অবস্থিত প্রোডাকশান সংস্থার গোডাউন। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। গোটা এলাকায় ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে চারটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু তারপর প্রয়োজন দেখে আরও ইঞ্জিন আনা হয়। এলাকায় ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজে খুব সমস্যা হচ্ছে বলেও জানিয়েছেন দমকল কর্মীরা। ইতিমধ্যে প্রোডাকশন সংস্থার গোডাউন লাগোয়া বাড়ি গুলি খালি করে দেওয়া হয়েছে। 

Latest Videos

প্রোডাকশন সংস্থার প্রচুর জিনিস মজুত ছিল গোডাউনে। তারমধ্যে বেশ কিছু দাহ্য পাদার্থ ছিল বলেও অনুমান করছে প্রাশাসন। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রোডাকশন সংস্থার বেশ কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অনুমান প্রশাসনের।  কি কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় প্রশাসনের কাছে। তবে গুদামের অগ্নিনির্বাপন ব্যবস্থা যাথাযথ ছিল না বলেও অনুমান দমকল কর্মীদের। 

স্থানীয়দের অভিযোগ আগুনের তাপে আশপাশের বেশ কিছু বাড়িতে ইতিমধ্যেই ফাটল দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ আগুন লাগার খবর দেওয়ার প্রায় আধ ঘণ্টা পরে দমকল কর্মীরা সেখানে এসেছে। গুদামের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়েও অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে কুঁদঘাটের প্রোডানশন হাউসের গোডাউনটি এসকে মুভিসের (Eskay Movies)। বর্তমানে আগুন কন্ট্রোলে রয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গোডাউনের একাংশের পাঁচিল আর আর শেড ভেঙে গেঠে আগুনের কারণে। পুরো গুদামই দাউ দাউ করে জ্বলছিল। তবে গুদামের ভিরতে কেউ ছিল না বলেও পুলিশ আর দমকল বিভাগ নিশ্চিত করেছে। মন্ত্রী অরূপ বিশ্বাস স্থানীয়দের কথা বলেছেন। প্রয়োজনীয় সাহায্যের আশ্বাসও তিনি দিয়েছেন।

আরও পড়ুনঃ

'বিরোধিতা করতে হলে গান গেয়ে করব!' অভিনব উপায় রাজনৈতিক তরজা 'কালারফুল' মদনের

একই দিনে শহরের দু'প্রান্তে বিজয়া সম্মিলনী দুই দলের, মমতার কেন্দ্রে ধুমধামের দিনই বিধানসভায় আয়োজন শুভেন্দুর

প্রথম নরবলি কাজ করেনি, সেই কারণে দ্বিতীয়বার বলি- তদন্ত নেমে হাড়হিম করা তথ্য কেরল পুলিশের হাতে

Share this article
click me!

Latest Videos

'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar
Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
ভাইদের জন্য সত্য নারায়ণ মিষ্টান্নে নতুন মিষ্টির ভাণ্ডার! Singur-এ ভাই ফোঁটায় উপচে পড়া ভিড়