'শুভেন্দু একাই নিজে BJP-কে শেষ করে দেবে', Petrol ইস্যু নিয়ে বিস্ফোরক ফিরহাদ

'ভুয়ো ভ্যাকসিন নয়, তেল দুর্ণীতিতে কাকে গ্রেফতার করা হবে সেটা ভাবুক বিজেপি', শনিবার গেরুয়াশিবিরকে তীব্র আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। 'শুভেন্দু নিজে একাই BJP-কে শেষ করে দেবে', ছাড়েননি রাজ্যের বিরোধী দল নেতাকেও।

'ভুয়ো ভ্যাকসিন নয়, তেল দুর্ণীতিতে কাকে গ্রেফতার করা হবে সেটা ভাবুক বিজেপি', শনিবার গেরুয়াশিবিরকে তীব্র আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। ছাড়েননি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও।

আরও পড়ুন, গভীর রাতে টুইটে তোপ দাগতেই ট্রোলড রাজ্যপাল, কমেডি-কটাক্ষ নেটিজেনদের

Latest Videos

তেল প্রসঙ্গে বলতে গিয়ে এদিন ভুয়ো ভ্যাকসিনের কথা টেনে আনেন ববি হাকিম। তিনি বলেছেন,' ভুয়ো ভ‍্যাকসিন নিয়ে তদন্ত চলছে। অ্যাটম টু মাডার কেস দেওয়া হয়েছে। বরং বিজেপি তেল দুর্ণীতিতে কাকে গ্রেফতার করা হবে, সেটা ভাবুক। তেলের উপর ট‍্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে। আম্মানি ও আদানিকে সুবিধা তৈরি করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তেল প্রতারণায় সিবিআই কাকে গ্রেফতার করবে। তেল কেলেঙ্কারি চলছে‌। তা কি তদন্ত হবে। মূল্য বৃদ্ধি কে করছে। দিলীপ ঘোষের তেলের দাম বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামা উচিত।'

আরও পড়ুন, 'আন্দোলন করে দাম কমবে না', PAC-Petrol কাউকেই ছাড়লেন না দিলীপ

শুভেন্দু অধিকারী ইস্যুতে ফিরহাদ বলেছেন, ওর জন্য বঞ্চিত হচ্ছে রাজ‍্য বিজেপি নেতারা। পুরনো বিজেপি তারা বুঝতে পারছে। আগামী দিনে আরও বুঝতে পারবে। শুভেন্দু নিজে একাই বিজেপিকে শেষ করে দেবে। জন বার্লা প্রসঙ্গে ফিরহাদ হাকিম এদিন বলেছেন, কেন্দ্রীয় সরকার জন বার্লার দাবিকে সিলমোহর দিতে প্রতিমন্ত্রী করা হয়েছে। মন্ত্রী যা বলেন সেটা কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে বলা হয়। কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গ ভাগ করার পক্ষে রয়েছে।'

আরও পড়ুন, বাংলার ৭ IPS-কে দিল্লিতে তলব ED-র, কয়লাকাণ্ডে ফের মোড় নেবে কি রাজ্য-কেন্দ্র সংঘাত

এদিকে প্রাতঃভ্রমণে বেরিয়ে এদনই দিলীপ ঘোষ বলেছেন, 'পার্টির গায়ে অন্য গাছের ছাল। বিষয়টা সবাই জানে। এক গাছের ছাল সবসময় অন্য গাছে লাগে না। আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম, লাগেনি। আমরা আমাদের কাজ করছি। যারা দলে এসেছেন তারা পার্টির আইডিওলজি জেনেই আসছেন। পার্টির স্বার্থর থেকে যখন ব্যাক্তিগত স্বার্থ বড় হয় তখন সমস্যা তৈরি হয়।  ' এপ্রসঙ্গে ফিরহাদ বলেছেন, 'দেরিতে বুদ্ধি হয়েছে দিলীপ ঘোষের। নিজেদের ভুল বুঝতে পেড়েছে।'


 

Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla