'আবার রাজ্যপাল', বেহালায় মহিলা দ্বারা পরিচালিত রক্তদান শিবিরে ধনখড়ের নাম শুনতেই এড়ালেন ফিরহাদ

রবিবার বেহালা পর্ণশ্রীতে অনুষ্ঠিত হল মহিলা দ্বারা পরিচালিত রক্তদান শিবির। অনুষ্ঠানে এসে সংষ্কৃত শ্লোক টেনে মা দুর্গার সঙ্গে নারী জাতির তুলনা টানলেন এদিন ফিরহাদ হাকিম।  

রবিবার বেহালা পর্ণশ্রীতে অনুষ্ঠিত হল মহিলা দ্বারা পরিচালিত রক্তদান শিবির (Blood Donation Camp )। অনুষ্ঠানে এসে সংষ্কৃত শ্লোক টেনে মা দুর্গার সঙ্গে নারী জাতির তুলনা টানলেন এদিন ফিরহাদ হাকিম (Firhad Hakim )। বেহালায়  রত্না চট্টোপাধ্য়ায়ের (Ratna Chatterjee) রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের মুখে ধনখড়ের নাম শুনতেই মেয়র খানিকটা কটাক্ষ করেই বলেন 'আবার রাজ্যপাল' (WB Governor Jagdeep Dhankhar)।

'শুধুমাত্র মহিলারাই এই রক্তদান শিবিরে রক্ত দিতে পারবে'

Latest Videos

বেহালা পর্ণশ্রীতে এই প্রথম মহিলা দ্বারা পরিচালিত হল রক্তদান শিবির। বেহালা পর্ণশ্রী ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল মহিলাদের দ্বারা পরিচালিত রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে শুধুমাত্র রক্ত দিতে পারবেন মহিলারাই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালা রায় এবং ফিরহাদ হাকিম।এলাকার সমস্ত মহিলারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবং রত্না চট্টোপাধ্যায়  জানান, 'শুধুমাত্র মহিলারাই এই রক্তদান শিবিরে রক্ত দিতে পারবে। শুধু দলীয় মহিলা কর্মীরা নন এলাকার যত মহিলারা আছে। সবাই আজ স্বেচ্ছায় এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে।' 

আরও পড়ুন, 'ইউক্রেনে ভারতীয় দূতাবাস কিছু সাহায্য করেনি, ঝুঁকি নিয়েই পোল্যান্ড যাই', সাফ জানাল সৌমাল্য

'ছেলেদের যেখানে রক্ত দেওয়ার অনুমতিই নেই'

এদিন ফিরহাদ হাকিম  মহিলা দ্বারা পরিচালিত রক্তদান শিবিরে এসে বলেন, রত্না চট্টোপাধ্যায়ের নের্তৃত্বে এই রক্তদান শিবির। এমন রক্তদান শিবিরক কোনও দিনই দেখিনি, যেখানে মেয়েরাই উদ্যোগ নিচ্ছে, মেয়েরাই রক্ত দিচ্ছে। ছেলেদের যেখানে রক্ত দেওয়ার অনুমতিই নেই। আর মেয়েরা লাইন দিয়ে রক্ত দিচ্ছে। তার কারন এরাতো নারী জাতি, আমাদের মাতৃজাতি। তাই মা আমাদের সৃষ্টি করে। আবার মা আমাদের রক্তদিয়ে বাঁচানো প্রয়াস করে। আমরা ভাবি যে আমরাই বোধহয় অগ্রণী ভূমিকা পালন করি। কিন্তু আমাদের বাংলায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের নের্তৃত্বে মহিলারা যে অনেক এগিয়ে গিয়েছে, আমাদের দম্ভে আমরা সেটা মানতে চাই না। কিন্তু মা না থাকলে আমরা তো পৃথিবীতেই আসতাম না।'

আরও পড়ুন, 'বাড়ির বাইরে না বেরিয়েই বড়বড় মন্তব্য', লকেটের নাম নিয়েই তোপ দিলীপের

'আবার রাজ্যপাল'

ফিরহাদ হাকিম আরও বলেন,' আপনারা সবসময় রক্ত দিয়েই আমাদের সৃষ্টি করেন। আবার আজকে রক্ত দিয়েই বাঁচাবার চেষ্টা করছেন। তাই আমরা যেরকম মা দুর্গার পুজো করি, যেরকম আমরা বলি, যা দেবী সর্বভূতেষু, শক্তি রূপেণ সংস্থিতা। আজকে বলতে ইচ্ছে করছে রক্তদাত্রী সংস্থিতা। আপনারা আছেন বলেই সমাজটা ঠিক আছে। কারণ আমরা বাংলায় সকল নারীকেই দুর্গা রূপে দেখি বলেন ফিরহাদ হাকিম।' এমনই মুহূর্তেই সাংবাদিকরা বলে বসেন, 'দাদা রাজ্যপালের অভিযোগ যে', তবে পুরো কথা বলার আগেই কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম খানিকটা কটাক্ষ বলেন 'আবার রাজ্যপাল' এবং চলে যান সেখান থেকে।'

রাজ্য এবং রাজ্যপাল

 প্রসঙ্গত, রাজ্য এবং রাজ্যপালের সংঘাত একুশের বিধানসভা ভোটের পর থেকে ক্রমশ উসকে গিয়েছে। বিরক্ত হয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের টুইটার ব্লক পর্যন্ত করে দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নির্বাচন থেকে শুরু করে বিধানসভা অধিবেশন সহ একের পর এক ইস্যুতে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত বেড়েই চলেছে। এহেন মুহূর্তে বেহালার মহিলা দ্বারা পরিচালিত রক্তদান শিবিরে সাংবাদিকদের প্রশ্নে রাজ্যপালের ফের নাম উঠতেই কোনও উত্তরই দেননি ফিরহাদ হাকিম।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury