'পরিবেশ নিয়ে ছেলে খেলা করো না', পরিবেশ দিবসে নিজের হাতে বৃক্ষরোপণ করলেন ফিরহাদ

  •  'পরিবেশ আছে বলে আমরা বেঁচে আছি'
  •  'পরিবেশ নিয়ে ছেলে খেলা করো না' 
  • পরিবেশ রক্ষা করতে লড়াই করতে হবে
  • ' ৫০ হাজার গাছ বসিয়েছি' বার্তা ফিরহাদের 


 'পরিবেশ আছে বলে আমরা বেঁচে আছি,পরিবেশ আছে বলে আমরা সুন্দর আছি', পরিবেশ দিবসে সমস্ত মানব জাতিকে ধন্যবাদ জানালেন ফিরহাদ হাকিম। এদিন নিজে হাতে কোদাল দিয়ে মাটি কেটে বৃক্ষ রোপণ করলেন ফিরহাদ।

 আরও পড়ুন, 'খুব লজ্জাজনক', কেশপুরে BJP কর্মীদের সামাজিক বয়কট ইস্য়ুতে ধিক্কার নির্মলা-স্বপনের 

Latest Videos

 ফিরহাদ হাকিম বলেছেন, 'পরিবেশ আছে বলে আমরা বেঁচে আছি। পরিবেশ আছে বলে আমরা সুন্দর আছি।তাই পরিবেশ নিয়ে ছেলে খেলা করো না। তাহলে আমার রূপ যখন বেরোবে তখন তোমাদের আটকানোর ক্ষমতা থাকবে না। যতই তোমাদের বিজ্ঞান থাকবে না। গাছ বাঁচলে অক্সিজেন পাবো। সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারব জলের ঝর্ণা থাকলে সেই জল খেতে পারব। তাই যারা পরিবেশ কে নষ্ট করছেন। তাদের হাত জোড় করে অনুরোধ করছি। আমার জন্য নয় আপনার জন্য নয় আমাদের যে প্রজন্মগুলো আসছে। তাদের সুরক্ষিত রাখার জন্য পরিবেশকে আমাদের সবাইকে সুরক্ষায় রাখতে হবে।এই পরিবেশ বিশ্ব পরিবেশ দিবসে আজকে অঙ্গীকার করার দিন। এসো পরিবেশ বাঁচাও, গাছ বাঁচাও, জলবায়ু বাঁচাও। আর নিজেদের বড় প্রয়োজন। সবাই ভালোভাবে থাকে। পরিবেশ দিবস একদিনে কিন্তু নয়। পরিবেশ দিবস আজকে অঙ্গীকার নেওয়ার দিন। আর সারা বছর পরিবেশকে মাথায় রেখে কাজ করার দিন।'

আরও পড়ুন, ২১-র জয়ের পর আজ প্রথম দলীয় বৈঠকে মমতা, গুরু দায়িত্ব পেতে চলেছেন কি তৃণমূলের যুবরাজ  


তিনি আরও বলেছেন, 'জীবনটা যে রকম একটা লড়াই। তেমনি পরিবেশ রক্ষা করতে লড়াই করতে হবে।  কলকাতা কর্পোরেশনের আমি আসার পরে নতুন একটা করেছি পরিবেশকে বাচানোর চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা চাই প্রকৃতিতে বাচিয়ে রাখতে হবে। আমাদের লাগাতার গাছ লাগাতে হবে। এখান থেকে যতটা পারছি চেষ্টা করছি। এই সীমিত ক্ষমতার মধ্যে যতটা পারছি করছি। প্রত্যেকেই কিছু না কিছু করি। তাহলে কিন্তু আমাদের পরিবেশ আবার ফিরে আসবে। যদিও বড় দেশগুলো যারা নিজেদের জন্য পরিবেশকে বাচিয়েছে। আর ডেভলপিং ডেভলপ করতে হবে। আর পরিবেশ রক্ষা করতে হবে। প্রায় ৫০ হাজার গাছ আমরা বসিয়েছি এবং নিশ্চয়ই পূরণ হয় না।'

 

Share this article
click me!

Latest Videos

'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
কলকাতার রাজপথে ফের প্রতিবাদের মশাল মিছিল! প্রভু চিন্ময়ের মুক্তির দাবিতে চললও বিক্ষোভ মিছিল