'বঙ্গ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা'য় শোভন-বৈশাখী, শাহ-র সঙ্গে বৈঠকের পরেই জল্পনা তুঙ্গে

সংক্ষিপ্ত

  • অমিত শাহ-র কলকাতা সফরে কাছাকাছি শোভন-বৈশাখি 
  •  দূরত্ব ভুলে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন
  • 'বঙ্গ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে' 
  •  সোশ্যাল মিডিয়ায় বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় দাবীও করেছেন 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতা সফরে আরও কাছাকাছি শোভন-বৈশাখি। দূরত্ব ভুলে এবার অমিত শাহের সঙ্গে সাক্ষাত করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়।

আরও পড়ুন, দক্ষিনেশ্বরে অমিত শাহ, মা ভবতারিণীকে দর্শণ করেই শুরু শুক্রবারের সফর

Latest Videos

 

 

কী দাবী করলেন  বৈশাখী 


বৃহস্পতিবার নিউটাউনের এক হোটেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে  দেখা করতে যান শোভন-বৈশাখী। বৈঠকের পর নিজেদের সক্রিয় রাজনীতিতে ফেরার ইঙ্গিতও দিয়েছেন তাঁরা। 'বঙ্গ রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে' বলে সোশ্যাল মিডিয়ায় বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় দাবীও করেছেন। যদিও বিজেপিতে যোগ দেওয়ার পর এই অবধি সক্রিয়ভাবে দলীয় কর্মসূচীতে আমন্ত্রিত হয়েও যোগ দিতে দেখা যায়নি শোভন-বৈশাখীকে।   

 

 

আরও পড়ুন, 'উত্তর প্রদেশে আদিবাসী মেয়েদের ধর্ষণ ঢাকতেই মতুয়া প্রেম', শাহকে আক্রমণ ফিরহাদের

তৃণমূলে ফিরে যাওয়ার জল্পনায় জল


অপরদিকে, সম্প্রতি সল্টলেকের ইজেডসিসিতে প্রধান মন্ত্রী নরেন্দ্রমোদীর ভার্চুয়াল পুজো উদ্ভোধনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু সেবারেও তাঁরা যাননি। এসব কিছু মিলিয়েই তাঁদের তৃণমূলে ফিরে যাওয়ার জল্পনা বেড়ে যায়। তবে অমিত শাহের কলকাতা সফরে আবার নতুন করে শোভন-বৈশাখীর দেখা করাতে প্রকাশ পেল  সক্রিয় রাজনীতিতে ফেরার ইঙ্গিত।


 

Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill