দৌড় থামল সুলতানের, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

  • চলে গেলেন সুলতান সিং
  • প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
  • ট্যুইট করে শোকপ্রকাশ
  • শোকস্তব্ধ রাজনৈতিক মহল

Parna Sengupta | Published : Jul 4, 2021 1:45 PM IST

প্রয়াত হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুলতান সিং। রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান ঘটে প্রাক্তন আই পি এস সুলতান সিংয়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। প্রাক্তন আই পি এস তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক সুলতান সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে শোক বার্তা দেন তিনি।

২০১১ সালে বালি বিধানসভা থেকে নির্বাচিত হন তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক। কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই রবিবার ভোর রাতে জীবন যুদ্ধের লড়াই শেষ করেন তিনি। বিভিন্ন অ্যাথলেটিক্সে সম্মান অর্জন করেছেন তিনি। 

 

এরই সঙ্গে পুলিশের দায়িত্ব সামলানোর সময় সন্ত্রাসের ত্রাস ছিলেন তিনি। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বালিতে বাম দুর্গের পতনের পিছনে বড় অবদান ছিল এই দাপুটে নেতার। প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

Share this article
click me!