বিদেশের কোনও যোগ নেই, চতুর্থ করোনা আক্রান্ত দমদমের বাসিন্দা

Published : Mar 21, 2020, 10:12 PM ISTUpdated : Mar 21, 2020, 10:20 PM IST
বিদেশের কোনও যোগ নেই,  চতুর্থ করোনা আক্রান্ত দমদমের বাসিন্দা

সংক্ষিপ্ত

আগের তিনজন করোনা রোগীর ছিল বিদেশ যোগ  এবার দমদমের রোগীর সঙ্গে মিলল না বিদেশের যুক্তি  কলকাতায় থেকেই করোনা আক্রান্ত হয়েছেন তিনি  যা শুনে ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ল রাজ্য়বাসীর

আগের তিনজন করোনা রোগীর ছিল বিদেশ যোগ। এবার দমদমের ৫৭ বছরের করোনা রোগীর সঙ্গে মিলল না বিদেশের যুক্তি। কলকাতায় থেকেই করোনা আক্রান্ত হয়েছেন তিনি। যা শুনে ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ল রাজ্য়বাসীর। শোনা যাচ্ছে, বেসরকারি হাসপাতালের যে কর্মীরা ওই প্রবীণের চিকিৎসায় যুক্ত ছিলেন এখন তাদের চিহ্ণিত করে আলাদা রাখার বন্দোবস্ত করা হচ্ছে। একই সঙ্গে বিগত কিছু দিন ধরে ওই প্রবীণ ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছেন তাদেরও খোঁজ নিচ্ছে স্বাস্থ্য় দফতর। ইতিমধ্য়েই দমদমের নাম জড়িয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।  

করোনা রুখতে নিমপাতা খান, দিলীপের পর এবার মমতা. 

পরিসংখ্য়ান বলছে, দমদমের ওই বাসিন্দাকে নিয়ে রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার। শনিবার  শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে ওই প্রবীণের। তিনি সল্টলেকে আমরি হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি কিছুদিন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।  লালারস পরীক্ষা করে  প্রথম পরীক্ষাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আরও একবার পরীক্ষার জন্য অপেক্ষা করেন চিকিৎসকরা। ফের পরীক্ষায় পজিটিভ ফল আসায় তাঁকে করোনা রোগী হিসাবে নিশ্চিত করা হয়েছে। 

আরও এক করোনা আক্রান্ত রাজ্য়ে, সংখ্যা বেড়ে দাঁড়ালো চার.

হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত দমদমের বাসিন্দা ৫৭ বছর বয়সী এক মধ্যবয়স্ক। তিনি জ্বর ও শুকনো কাশি নিয়ে চলতি মাসের ১৬ তারিখে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে(AMRI) ভর্তি হন।  হাসপাতলে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর ১৯ তারিখ তার রিপোর্ট আসে। সেখানে জানা যায়, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। এই মুহূর্তে তাকে হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

রেল পরিষেবা বন্ধ, জনতা কারফিউতে চালু থাকবে মেট্রো.

পরিসংখ্য়ান বলছে, এদিন  সকালেই এক তরুণীর শরীরে করোনার ভাইরাস পাওয়া যায়। স্কটল্যান্ড থেকে সম্প্রতি রাজ্য়ে ফেরেন ওই তরুণী ৷ করোনা আক্রান্ত ওই তরুণী উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা ৷ বিদেশ থেকে ফিরে আইসোলেশনে ছিলেন হাবড়ার ওই তরুণী৷ শুক্রবার গভীর রাতে তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট আসে৷ রিপোর্টে হাবড়ার বাসিন্দার করোনা পজিটিভ ধরা পড়ে৷ এই মুহূর্তে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রাখা হয়েছে৷

 এই মুহূর্তে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি স্কটল্যান্ড ফেরত ওই তরুণী৷ তবে ওই তরণী দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিয়েছেন। স্কটল্য়ান্ড থেকে ফিরেই সোজা আইডি হাসপাতালে ভর্তি হন। কলকাতার বাকি ২ করোনা আক্রান্তের সঙ্গেই ওই তরুণীকেও আইডি হাসপাতালের স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে৷  আক্রান্তের লালারস পরীক্ষার রিপোর্ট শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ নাইসেড থেকে এসে পৌঁছোয়৷ দ্রুত তাঁকে আইডি হাসপাতালের স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়৷

PREV
click me!

Recommended Stories

রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে