'বাংলা বোমা তৈরির আতুঁড়ঘরে পরিণত হচ্ছে', মুখ্যমন্ত্রীকে ফের খোঁচা রাজ্যপালের

  • রাজ্যে গ্রেফতার ৬ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি
  •  'রাজ্য বেআইনি বোমা তৈরির কারখানা হয়ে উঠেছে'
  • এরপরেই রাজ্য সরকার টুইটে খোঁচা রাজ্যপালের
  • রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি


ফের রাজ্য সরকার টুইটে খোঁচা রাজ্যপালের। রাজ্য থেকে গ্রেফতার হল ৬ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি।  শনিবার  সকালে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। আর এই প্রসঙ্গেই পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

 

Latest Videos

 

আরও পড়ুন, কলকাতার সরকারি হাসপাতালে রমরমিয়ে চলছে শয্যা চক্র, প্রাণ বাঁচাতে গিয়ে প্রতারণার শিকার

রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটে লেখেন, 'রাজ্য বেআইনি বোমা তৈরির আতুঁড়ঘর হয়ে উঠেছে। এতে বিপন্ন হতে পারে গণতন্ত্র। পুলিশ ব্য়স্ত, বিরোধীদের মোকাবিলায়। যাঁরা উচ্চ পদে রয়েছেন, তাঁরা দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না।  পশ্চিমবঙ্গের স্বার্থে এনআইএ মুর্শিদাবাদ থেকে আলকায়দা জঙ্গিদের গ্রেফতার করেছে।'  প্রসঙ্গত, এই রাজ্যে ঘাঁটি গাড়ছে আলকায়দা জঙ্গিদের দল। এমন হুঁশিয়ারি আগেই দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই আশঙ্কাই সত্যি হল। রাজ্য থেকে গ্রেফতার হল ৬ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি।  শনিবার  সকালে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। এই রাজ্যে বসেই রাজধানী দিল্লিতে বড়সড় নাশকতার ছক চলছিল। এই নিয়ে সতর্ক ছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাই ছক বাস্তবায়িত হওয়ার আগেই  মুর্শিদাবাদ থেকে আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠন আল-কায়দার ৬ সদস্যকে গ্রেফতার করল এনআইএ।

 

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র